হাতির দাঁত সহ মোট গ্রেপ্তার হলো তিন জন

হাতির দাঁত সহ মোট গ্রেপ্তার হলো তিন জন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
দাঁত

হাতির দাঁত সহ মোট গ্রেপ্তার হলো তিন জন । গত কয়েকদিন আগে হাতির দাঁত সহ দুজনকে গ্রেপ্তার করার পর, জিজ্ঞাসাবাদ করে আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে হাতির দেহাংশ পাওয়া গিয়েছে। গত 8 ই মার্চ নেপালে পাচারের আগেই হাতির দাঁত সহ দুজনকে আটক করেন বিএসএফ ৪১ নম্বর ব্যাটালিয়নের জাওয়ানরা।

 

শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের  ঘোষপুকুর কলেজ মোড় এলাকা থেকে বিএসএফের ৪১  নম্বর ব্যাটালিয়নের জাওয়ারা গোপন সূত্রে খবর পেয়ে দুজন ব্যক্তিকে আটক করে। এবং সে দুজন ব্যক্তিকে তল্লাশি করার পর তাদের একজন ব্যক্তিকে ব্যাগ থেকে একটি হাতির দাঁত উদ্ধার করে   বিএসএফের জাওয়ান রা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ঘোষপুকুর বনবিভাগের কর্মীদের ,খবর পেয়ে বনকর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে।

 

পরবর্তীতে বিএসএফ  জওয়ানরা হাতির দাঁত সহ দুজন ব্যক্তি বন বিভাগের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য উঠে আসে অবশেষে সেই তথ্যের ভিত্তিতে ফাঁসিদেওয়া ব্লকের হাঁস খোয়া এলাকার এক বাড়িতে হানা দেয় সেই বাড়ি তল্লাশি করার পর বাড়ির ভেতর থেকে হাতির দেহাংশ পাওয়া যায় সঙ্গে সঙ্গে বাড়ির কর্তা কে গ্রেপ্তার করা হয়,ধৃতের নাম জেন্ডার ওরাও বাড়ি হাঁসখোয়া এলাকায় ঘোষপুকুর ।

 

আর ও পড়ুন    আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জমি জবরদখল,তোলাবাজির অভিযোগ

 

বনদপ্তরের রেঞ্জার সোনম ভুটিয়া জানান এ বিষয়ে এখন কিছু বলা সম্ভব নয়। তবে তদন্ত চলছে এর পিছনে আরও কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

 

উল্লেখ্য,হাতির দাঁত সহ মোট গ্রেপ্তার হলো তিন জন । গত কয়েকদিন আগে হাতির দাঁত সহ দুজনকে গ্রেপ্তার করার পর, জিজ্ঞাসাবাদ করে আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে হাতির দেহাংশ পাওয়া গিয়েছে। গত 8 ই মার্চ নেপালে পাচারের আগেই হাতির দাঁত সহ দুজনকে আটক করেন বিএসএফ ৪১ নম্বর ব্যাটালিয়নের জাওয়ানরা।

 

শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের  ঘোষপুকুর কলেজ মোড় এলাকা থেকে বিএসএফের ৪১  নম্বর ব্যাটালিয়নের জাওয়ারা গোপন সূত্রে খবর পেয়ে দুজন ব্যক্তিকে আটক করে। এবং সে দুজন ব্যক্তিকে তল্লাশি করার পর তাদের একজন ব্যক্তিকে ব্যাগ থেকে একটি হাতির দাঁত উদ্ধার করে   বিএসএফের জাওয়ান রা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ঘোষপুকুর বনবিভাগের কর্মীদের ,খবর পেয়ে বনকর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে।

 

পরবর্তীতে বিএসএফ  জওয়ানরা হাতির দাঁত সহ দুজন ব্যক্তি বন বিভাগের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য উঠে আসে অবশেষে সেই তথ্যের ভিত্তিতে ফাঁসিদেওয়া ব্লকের হাঁস খোয়া এলাকার এক বাড়িতে হানা দেয় সেই বাড়ি তল্লাশি করার পর বাড়ির ভেতর থেকে হাতির দেহাংশ পাওয়া যায় সঙ্গে সঙ্গে বাড়ির কর্তা কে গ্রেপ্তার করা হয়,ধৃতের নাম জেন্ডার ওরাও বাড়ি হাঁসখোয়া এলাকায় ঘোষপুকুর ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top