মারা গেলেন রাজ্যের তথা দেশের প্রবাদ প্রতিম পট শিল্পী দুখুশ্যাম চিত্রকর

মারা গেলেন রাজ্যের তথা দেশের প্রবাদ প্রতিম পট শিল্পী দুখুশ্যাম চিত্রকর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মারা গেলেন রাজ্যের তথা দেশের প্রবাদ প্রতিম পট শিল্পী দুখুশ্যাম চিত্রকর । বুধবার রাত ১১ টা নাগাদ পিংলার নয়া গ্রামে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান । বয়স হয়েছিল ৭৬ বছর । মাত্র ৭ বছর বয়স থেকেই তিনি পটের কাজ করছেন । রেখে গেছেন স্ত্রী মর্জিনা ও ৫ সন্তানকে । বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কবর স্থানে তাঁকে কবরস্থ করা হয় । তাঁর মৃত্যুর খবর পেয়ে সকাল থেকে বহু মানুষ ভিড় জমান নয়া গ্রামে শিল্পীর বাড়িতে । ফুল দিয়ে তাঁকে শ্রদ্ধা জানান ।

 

ইউরোপ থেকে অস্ট্রেলিয়া , বাংলাদেশ থেকে আমেরিকা সারা পৃথিবীর বহু দেশে সেখানকার বিখ্যাত আর্ট গ্যালারি গুলিতে তাঁর হাতে আঁকা পট চিত্র রয়েছে । কলকতার ভিক্টরিয়া মেমোরিয়ালে রয়েছে তাঁর পটচিত্র । দীর্ঘ তিন দশক ধরে পৃথিবীর বহু দেশে তিনি পটের ওপর কর্মশালায় অংশ নিয়েছেন । বর্তমান প্রেক্ষাপটের ওপর মঞ্চে দাঁড়িয়েই ফুটিয়ে তুলেছেন সুদৃশ্য পটচিত্র । সে পৌরাণিক কাহিনী হোক বা মাছের বিয়ে অথবা করোনা অতিমারী । সামাজিক প্রেক্ষাপটের ওপর হাজার হাজার পটশিল্প ফুটিয়ে তুলেছেন তিনি । বাংলার লোকশিল্প নিয়ে কাজ করা রঞ্জন সেন জানান , দুখু শ্যামের মৃত্যুতে বাংলার লোকশিল্পের অপূরণীয় ক্ষতি হলো । পটের প্রাণ পুরুষ চলে গেলেন ।

আর ও পড়ুন    আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জমি জবরদখল,তোলাবাজির অভিযোগ

দেশ বিদেশের বিখ্যাত চিত্রশিল্পী , মৃৎশিল্পীরা তাঁকে একনামে চিনতেন । তারাপদ সাঁতরা , সুধীর মাইতি সহ আরও অনেকের সঙ্গে তিনি কাজ করেছেন । পটের সঙ্গে শহরের মানুষের পরিচিতি ঘটিয়েছেন তিনি । আবাসন , সরকারি দপ্তর , অতিথি নিবাস থেকে শপিং মল সবেতেই স্থান করে নিয়েছে পট চিত্র । রঞ্জন বাবু জানান , দুখুশ্যামের হাত ধরে উঠে এসেছেন বহু পটশিল্পী । তাঁরাও বিখ্যাত হয়েছেন । তাঁর পট বেঁচে থাকবে স্বর্ণ চিত্রকর , আনোয়ার চিত্রকর , বাহাদুর চিত্রকরের হাত ধরে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top