আসল লড়াই হবে চব্বিশেই! সাহেব তা জানেন, পিকে

আসল লড়াই হবে চব্বিশেই! সাহেব তা জানেন, পিকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আসল লড়াই হবে চব্বিশেই! সাহেব তা জানেন, পিকে। উত্তরপ্রদেশসহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পর বিজেপি নেতা-কর্মীদের উল্লাসকে কটাক্ষ করেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)। সেইসঙ্গে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেন তিনি। প্রশান্ত শুক্রবার টুইটারে লেখেন, ‘ভারতের লড়াই হবে ২০২৪ সালে এবং কোনও রাজ্যের ভোটে নয়। সাহেব তা জানেন। তাই সুচতুরভাবে বিরোধীদের উপর মনস্তাত্ত্বিক প্রাধান্য বিস্তারের জন্য রাজ্য বিধানসভা ভোটের ফল ঘিরে উন্মাদনা তৈরির চেষ্টা চালাচ্ছেন।

আর ও পড়ুন    আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জমি জবরদখল,তোলাবাজির অভিযোগ

এই মিথ্যা ব্যাখ্যার শরিক হবেন না।’ পিকে এ ক্ষেত্রে মোদিকেই ‘সাহেব’ বলে চিহ্নিত করতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গে বার্তা দিতে চেয়েছেন- ২০২৪ সালের লোকসভা নির্বাচন হবে পুরোপুরি ভিন্ন রাজনৈতিক প্রেক্ষিতে। উত্তরপ্রদেশ বা অন্য কোনও রাজ্যের বিধানসভা ভোটের সঙ্গে ফলের প্রভাব তার উপর পড়বে না। তাৎপর্যপূর্ণভাবে মোদি বৃহস্পতিবার চার রাজ্যের (উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়া) বিধানসভা ভোটে বিজেপির জয়ের পরই ২০২৪ ভোটের প্রসঙ্গ টেনেছিলেন।

 

তিনি বলেছিলেন, ‘২০২২ সালে উত্তরপ্রদেশের ফল ঠিক করে দিল ২০২৪ সালে আবার বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে।’ তারপরই পিকে-র এই টুইট। প্রসঙ্গত, সম্প্রতি পিকে-র সঙ্গে তৃণমূলের ‘দূরত্ব’ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে। কিন্তু গত মঙ্গলবার তৃণমূলের বর্ধিত কর্মসমিতির বৈঠকের মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই মঞ্চে দেখা গেছে আইপ্যাকের প্রাক্তন কর্ণধারকে। তবে তৃণমূলের নেতাদের একাংশ বলছেন, দলের সর্বময় নেত্রীর সঙ্গে পিকে-র কোনও দূরত্বই সৃষ্টি হয়নি। পুরোটাই রটনা।

 

উল্লেখ্য, আসল লড়াই হবে চব্বিশেই! সাহেব তা জানেন, পিকে। উত্তরপ্রদেশসহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পর বিজেপি নেতা-কর্মীদের উল্লাসকে কটাক্ষ করেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)। সেইসঙ্গে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেন তিনি। প্রশান্ত শুক্রবার টুইটারে লেখেন, ‘ভারতের লড়াই হবে ২০২৪ সালে এবং কোনও রাজ্যের ভোটে নয়। সাহেব তা জানেন। তাই সুচতুরভাবে বিরোধীদের উপর মনস্তাত্ত্বিক প্রাধান্য বিস্তারের জন্য রাজ্য বিধানসভা ভোটের ফল ঘিরে উন্মাদনা তৈরির চেষ্টা চালাচ্ছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top