পুরুলিয়ার জঙ্গলে ট্রাপ ক্যামেরায় ধরা পড়ল চিতা বাঘের ছবি। ঝাড়খন্ড সীমানা লাগোয়া পুরুলিয়ার জঙ্গলে ট্রাপ ক্যামেরায় ধরা পড়ল চিতাবাঘের ছবি। ফলে ওই জঙ্গল লাগোয়া এলাকায় সর্তকতা জারি করেছেন বনদফতর। পাশাপাশি জঙ্গলে যাতে কেউ না যায় সেই নিয়েও মাইক ফুকে প্রচার শুরু করেছে বনদফতর। ঝাড়খন্ড ঘেষা পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের জঙ্গলে পাতা ট্রাপ ক্যামেরায় ধরা পড়েছে চিতাবাঘের ছবি।
আরও পড়ুন – নবম শ্রেণীর ছাত্রীর স্কুল ব্যাগ থেকে বন্ধুক উদ্ধার
তবে একটি পুরুষ চিতাবাঘের ছবি ধরা পড়লেও এলাকায় একাধিক পায়ের ছাপ পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। বনদফতর সুত্রে জানাগিয়েছে, বছর দুই ধরেই ওই এলাকায় একাধিক গবাদি পশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ওই জঙ্গল লাগোয়া এলাকায় একাধিক গবাদি পশুর হাড়ও পাওয়া গিয়েছে। বেশ কয়েক সপ্তাহ আগে ওই জঙ্গল এলাকায় একটি শিকার হওয়া গবাদি পশু ও তার পাশ থেকে একটি পায়ের ছাপ দেখতে পায় বনদফতরের আধিকারিকরা। এরপরেই ওই জঙ্গলে ট্রাপ ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয় বনদফতর। এরপরেই গত ২২ ফেব্রুয়ারি ট্রাপ ক্যামেরায় ধরা পড়ে একটি চিতাবাঘের ছবি। সেখানে দেখা গিয়েছে শুকনো পাতার উপর দিয়ে দিব্যি বসে রয়েছে একটি লোপার্ড।
এরপরেই এক প্রকার নিশ্চিত হয়ে যায় বনদফতর। এই রিপোর্টও পাঠানো হয়েছে অরন্যভবনে। ওই জঙ্গল এলাকায় ২৪ ঘন্টা নজর দারি রাখার জন্য পুরুলিয়া বনবিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই জঙ্গল এলাকায় পায়ের ছাপ, বিষ্ঠা, জলপানের ব্যাবস্থা, ও তার গতিবিধি নিয়ে বিস্তারিত খোজ খবর শুরুর কাজ শুরু করেছে বনদফতর। পুরুলিয়া বনবিভাগের এক আধিকারিক জানিয়েছেন, ট্রাপ ক্যামেরাতেই ধরা পড়েছে বাঘের ছবি। জঙ্গল এলাকায় নজর দারি রাখা হচ্ছে। তবে স্থানীয় সুত্রে জানাগিয়েছে, ওই জঙ্গল ঝাড়খন্ডের জঙ্গলের সাথে মিশে রয়েছে। গ্রামবাসীদের দাবি ওই জঙ্গলে একাধিক ছোট বড় পায়ের ছাপ পাওয়া গিয়েছে। বেশ কয়েক মাস আগে একটি শাবস সহ চিতা বাঘ দেখেছিলেন গ্রামের বাসিন্দারা।