হোলি উপলক্ষে ফের নতুন বেশ কয়েকটি স্পেশাল ট্রেনের ঘোষণা দক্ষিণ-পূর্ব রেলের। দক্ষিণ-পূর্ব রেলের ফের স্পেশাল ট্রেনের ঘোষণা করল । হোলির আগে প্রতি বছরের ন্যায় এই বছরও আজকে পূর্ব রেলের থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকাতে দক্ষিণ-পূর্ব রেল জানাচ্ছে হোলির সময় যাত্রীদের চাপ কমানোর জন্যই বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালু করা হচ্ছে।
পাশাপাশি বুকিং কাউন্টার ও অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে বলেই রেল সূত্রে খবর। এই ট্রেনের ভাড়া বর্ধিত মূল্যেই দিতে হবে বলে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে। এই ট্রেনটিতে এসি চেয়ার সহ শোওয়ার ব্যবস্থা রাখছে পূর্ব রেল। তবে এই ট্রেনগুলোতে তৎকাল ও কোনো বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে না।
পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী ০২৮৩৭ / ০২৮৩৮ শালিমার-মালতিপুর (পুরীর সন্নিকটে) চলতি মাসের ১৭ তারিখ ২:৫৫ মিনিটে শালিমার স্টেশন থেকে যাত্রা শুরু করবে। পরের দিন অর্থাৎ ১৮ তারিখ ২:৫৫ মিনিটে মালতিপুর ছেড়ে শালিমারের উদ্যেশ্যে যাত্রা করবে। ওই দিনই রাত্রি ১১:৪০ মিনিটে শালিমার স্টেশন পৌঁছবে। এই ট্রেন তার যাত্রাপথে সাঁতরাগাছি,খড়্গপুর, বালাসর,ভদ্রক,কটক, ভুবনেশ্বর এবং কুর্দা রোড স্টেশনগুলোতে থামবে।
এছাড়াও ০২৮৮৩ / ০২৮৮৪ শালিমার-গোরক্ষপুর-শালিমার স্পেশাল ১৬ তারিখ রাত্রি ৮:২০ মিনিটে শালিমার ছেড়ে পরের দিন বিকেল ৫:২০ মিনিটে গোরক্ষপুর পৌঁছবে। ফের ২০ তারিখ ১:২০ মিনিটে গোরক্ষপুর থেকে যাত্রা করবে ও পরের দিন সকাল ৯:২০ মিনিটে শালিমার পৌঁছবে। এই ট্রেনটি তার যাত্রাপথে
সাঁতরাগাছি, খড়্গপুর, টাটানগর,পুরুলিয়া,ভজুডিহ স্টেশনে থামবে।
আর ও পড়ুন ১২ ঘন্টা পার করেও জ্বলছে ট্যাংরায় কারখানায় আগুন
পাশাপাশি ০২৮২৭ / ০২৮২৮ শালিমার-দ্বারভাঙ্গা-শালিমার স্পেশাল ১৬ তারিখ বিকেল ৩:৪০ মিনিটে শালিমার থেকে যাত্রা করে সকাল ১০টায় দ্বারভাঙ্গা পৌঁছবে ও ১৭ তারিখ রাত্রি ৯:০৫ মিনিটে দ্বারভাঙ্গা থেকে যাত্রা করবে। ১৮ তারিখ বিকেল ৩:১৫ মিনিটে শালিমার স্টেশনে পৌঁছবে। এই ট্রেনটি তার যাত্রাপথে
সাঁতরাগাছি, খড়্গপুর, টাটানগর,পুরুলিয়া,বোকারো স্টিল সিটি স্টেশনে থামবে।
এছাড়া ০৮১৮১ / ০৮১৮২ টাটানগর-ছাপড়া-টাটানগর স্পেশাল ১৭ তারিখ দুপুর ১২:১৫ মিনিটে টাটানগর থেকে যাত্রা করে পরের দিন দুপুর ২:০৫ মিনিটে ছাপড়া স্টেশন পৌঁছবে। ২০ তারিখ রাত ১২:০৫ মিনিটে চাপরা থেকে যাত্রা করে ওই দিনই বিকেল ৪ তে টাটানগর পৌঁছবে বলেই পূর্ব রেল সূত্রে খবর। এই ট্রেনটি তার যাত্রাপথে পুরুলিয়া, জয়চন্ডি পাহাড় স্টেশনে থামবে। উল্লেখ্য কিছুদিন পূর্বেই দূরপাল্লার বেশ কয়েকটি রুটে দোলকে কেন্দ্র করে স্পেশাল ট্রেন চালানোর কথা জানায় দক্ষিণ-পূর্ব রেল।