মহম্ম্দ বাজার থানা থেকে ঢিল ছোড়া দূরত্বের মধ্যে এক তৃনমূল কর্মীর পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ । মৃতের নাম রামকৃষ্ণ গঁড়াই । জানা গেছে সোমবার তৃনমূলের ২১ শে জুলাই এর মিছিল সেরে সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পর একটি নম্বরে ফোন এলে সে বেরিয়ে যায় তারপর আর ফেরেনি । মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ তার দেহ উদ্ধার করে পুলিশ । গলায় নাইলন বস্তা জড়ানো ছিল এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নও রয়েছে বলে দাবি পরিবারের ।