নারী সুরক্ষায় কঠোর মনোভাব প্রকাশ করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারাট। অপরাধীর ফটো তুলে প্রশাসনকে জানালেই তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনের তরফে অপরাধীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। জনবহুল জায়গা অথবা নির্জন জায়গা ছাড়াও যে কোন সময়ে নারীদের সাথে কুরুচিকর কর্মকান্ড করার চেষ্টার উদ্দেশ্যে থাকলে বিপাকে পরবে মানুষ টা নিশ্চিত করা হয়েছে দাবি পুলিশ۔কমিশনার গৌরব শর্মার। কোন প্রকার তথ্য যদি পুলিশ প্রশাসনের কাছে পৌঁছে যায় তবে ছাড় পাবেন না কেউ।
পুলিশ সূত্র জানায় , চলতি মাসের আট তারিখে এক মহিলা শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্যোশাল মিডিয়ার পেজে অভিযোগ পাঠান যে তিনি যখন শিলিগুড়ি মহাবীরস্থান এলাকা দিয়ে টোটো করে আসছিল তখন কোন এক ব্যক্তি তাকে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে স্পর্শ করে। এরপর ওই মহিলা অপরাধীর ব্যক্তির ছবি তুলে রাখেন এরপর পুলিশ কমিশনার সোশ্যাল মিডিয়ায় অপরাধের ছবিটি পাঠিয়ে দেন এবং এই ঘটনার বিবরণ দিয়ে অভিযোগ করেন।
ঘটনাটি পুলিশ-এর চোখে পড়তে ওই মহিলার সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ঘটনা জেনে নেয় পুলিশ এবং ১০ তারিখ রাতে অভিযুক্ত ব্যক্তিকে হকার্স কর্নার এলাকা থেকে গ্রেপ্তার করে শিলিগুড়ি থানার পুলিশ। এরপর ১১ তারিখ সকালে অর্থাৎ শুক্রবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হয় এবং তাকে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় শিলিগুড়ি আদালত। পুলিশ সূত্রে খবর ধৃত ওই ব্যক্তির নাম, মোহিত আগারওয়াল। সে ভক্তিনগর থানার অন্তর্গত জ্যোতি নগর এলাকার বাসিন্দা অভিযুক্ত এর হকার্স কর্নার একটি দোকান রয়েছে বলে জানা গিয়েছে। ধৃত অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করছে।
আরও পড়ুন – সিআরপিএফের কোবরা ব্যাটালিয়ন এর উদ্যোগে জনসংযোগ কর্মসূচি
উল্লেখ্য, মহিলাদের সুরক্ষা দিতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন পুলিশ প্রশাসন। যেমন উনার্স বাহীনি, যারা দিন রাত শিলিগুড়ি শহরের রাস্তায় মহিলাদের সুরক্ষা দিতে স্কুটি নিয়ে টহলদারি চালায় উইনার্স বাহিনীর মহিলা পুলিশকর্মীরা। মহিলারা যাতে নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারেন তার জন্যে দু’দফায় বাঘিনী কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই কর্মসূচিতে মহিলারা যাতে নিজের আত্মরক্ষা নিজেরাই করতে পারেন সে সমস্ত কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ শিবির এর আয়োজন করা হয় আগামী তো এরকম শিবির চলছে বলে জানা গিয়েছে পুলিশ প্রশাসনের তরফে।
পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, মহিলাদের সুরক্ষা দিতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। কোন মহিলা যদি অভিযোগ করেন তবে অবশ্যই তা প্রাথমিক তদন্তের পর পুলিশ প্রশাসনের তরফে পদক্ষেপ গ্রহণ করা হবে। ওই মহিলার বুদ্ধি এবং সাহসিকতার জন্য কোন মেয়ের জানাই।