যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছে রুশ সেনারা: দাবি জেলেনস্কি । রুশ সেনারা যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছে বলে দাব করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক ভিডিওবার্তায় জেলেনস্কি জানিয়েছেন, রুশ বাহিনী ইউক্রেনের কাছ থেকে এমন প্রতিরোধ আশা করেনি। তার এই মুহূর্তে বিভ্রান্ত অবস্থায় রয়েছে। রাশিয়ার সেনারা যুদ্ধাস্ত্র বর্জন করে যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছে।
রুশ সেনারা ইউক্রেনকে যুদ্ধ সরণজাম সরবরাহ করছে এমন দাবি করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ান সৈন্যদের ফেলে যাওয়া অস্ত্র আমরা বিজয়ের স্মারক হিসেবে গ্রহণ করছি। ইউক্রেনকে রক্ষা করার জন্য আমরা সেই অস্ত্রগুলোই ব্যবহার করছি। আসলে রুশ সৈন্যরাই আমাদেরকে যুদ্ধের সরঞ্জাম সরবরাহ করছে, যা তারা দুঃস্বপ্নেও কল্পনা করেনি হয়তো। তিনি আরও বলেন, ইউক্রেনের সেনারা কিয়েভ ও লুহানস্ক থেকে ৩ হাজার ৮০৬ জনকে পালাতে সাহায্য করেছে।
এদিকে বার্ডিয়ানস্কে ১০০ টনের একটি বহর এখন পর্যন্ত আটকে আছে, যেটি রুশ বাহিনী দ্বারা অবরুদ্ধ বন্দর নগরী মারিওপোলে পৌঁছাতে পারছে না। রাশিয়ার সাথে বৈঠক নিয়ে জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা চলমান থাকবে। শান্তি আলোচনা বেশ ভালোভাবেই অগ্রসরমান বলেও জানান তিনি। যুদ্ধবিরোধী বিক্ষোভ করায় রাশিয়ার বেসামরিক নাগরিকদেরঅঅ ভিডিওবার্তার মাধ্যমে ধন্যবাদ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে দেশটিতে চলমান রুশ বাহিনীর সামরিক অভিযানের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মস্কো থেকে ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প কারখানাগুলোতে হামলা চালানোর ঘোষণাও দেয়া হয়েছে।
আর ও পড়ুন নন্দীগ্রাম দিবসে টুইটে ২০০৭-র ঘটনা স্মরণ করলেন মমতা
উল্লেখ্য, রুশ সেনারা যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছে বলে দাব করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক ভিডিওবার্তায় জেলেনস্কি জানিয়েছেন, রুশ বাহিনী ইউক্রেনের কাছ থেকে এমন প্রতিরোধ আশা করেনি। তার এই মুহূর্তে বিভ্রান্ত অবস্থায় রয়েছে। রাশিয়ার সেনারা যুদ্ধাস্ত্র বর্জন করে যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছে।