পঞ্জাবের প্রথম আপ সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন ভগবন্ত মান

পঞ্জাবের প্রথম আপ সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন ভগবন্ত মান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পঞ্জাবের প্রথম আপ সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন ভগবন্ত মান। পঞ্জাব নির্বাচনে ঝড় তুলে বিপুল জনসমর্থন নিয়ে প্রথমবারের জন্য সরকার গঠন করেছে আম আদমি পার্টি। বুধবার পঞ্জাবের প্রথম আপ সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন ভগবন্ত মান। তিনি হলেন পঞ্জাবের ১৭তম মুখ্যমন্ত্রী। শপথ গ্রহণের পরই তাঁর সর্বপ্রথম বক্তব্য ছিল, ”যারা আপকে ভোট দেননি, তাঁরা বঞ্চিত হবেন না। আমি তাঁদের জন্যও কাজ করব।” অন্যান্য মন্ত্রীর থেকে এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানও ছিল বেশ অন্যরকম। ভগৎ সিংয়ের গ্রাম খাটকর কালানে এই শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও।

 

প্রায় তিন লাখ আপ সমর্থকের সামনে এদিন শপথ নিলেন ভগবন্ত মান। এদিন শপথ গ্রহণের পর ভগবন্ত মান বললেন, ”ভালোবাসা প্রত্যেকের জন্মগত অধিকার। আসুন এবার দেশমাতৃকাকে ভালোবাসি।” তাঁর জন্ম সাঙ্গরুর সাতোজ গ্রামে। এক স্কুলশিক্ষকের পরিবারে জন্ম ভগবন্তের। ছোটবেলা থেকেই তিনি বেশ হাস্যরসাত্মক। লোককে হাসাতে এবং নিজেও হাসিখুশি থাকতে বেশ ভালোবাসেন। এদিন পঞ্জাবের উন্নয়নে একসঙ্গে কাজ করার বার্তা দিয়ে ভগবন্ত মানকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এদিন একটি টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ”পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী ভগবন্ত মানজিকে অনেক শুভেচ্ছা। পঞ্জাবের উন্নয়নের স্বার্থে এবং রাজ্যের মানুষের জন্য আমরা একসঙ্গে কাজ করব।”

 

উল্লেখ্য, পঞ্জাব নির্বাচনে ঝড় তুলে বিপুল জনসমর্থন নিয়ে প্রথমবারের জন্য সরকার গঠন করেছে আম আদমি পার্টি। বুধবার পঞ্জাবের প্রথম আপ সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন ভগবন্ত মান। তিনি হলেন পঞ্জাবের ১৭তম মুখ্যমন্ত্রী। শপথ গ্রহণের পরই তাঁর সর্বপ্রথম বক্তব্য ছিল, ”যারা আপকে ভোট দেননি, তাঁরা বঞ্চিত হবেন না। আমি তাঁদের জন্যও কাজ করব।” অন্যান্য মন্ত্রীর থেকে এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানও ছিল বেশ অন্যরকম। ভগৎ সিংয়ের গ্রাম খাটকর কালানে এই শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও। প্রায় তিন লাখ আপ সমর্থকের সামনে এদিন শপথ নিলেন ভগবন্ত মান। এদিন শপথ গ্রহণের পর ভগবন্ত মান বললেন, ”ভালোবাসা প্রত্যেকের জন্মগত অধিকার। আসুন এবার দেশমাতৃকাকে ভালোবাসি।” তাঁর জন্ম সাঙ্গরুর সাতোজ গ্রামে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top