খুব শীঘ্রই নবদ্বীপধাম-মালদা এক্সপ্রেস বালুরঘাট পর্যন্ত যাত্রা শুরু করবে

খুব শীঘ্রই নবদ্বীপধাম-মালদা এক্সপ্রেস বালুরঘাট পর্যন্ত যাত্রা শুরু করবে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

খুব শীঘ্রই নবদ্বীপধাম-মালদা এক্সপ্রেস বালুরঘাট পর্যন্ত যাত্রা শুরু করবে । খুশির খবর বালুরঘাট জেলা বাসীদের জন্য। দোলযাত্রার মুখেই মহাপ্রভুর লীলাখেলার স্থানের সাথে যোগাযোগের নতুন ট্রেন চালু হতে চলেছে। খুব শীঘ্রই নবদ্বীপধাম – মালদা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে পাঁচদিন বালুরঘাট পর্যন্ত চলাচল শুরু করতে চলেছে।

 

বৃহস্পতিবার রেলওয়েবোর্ড জেলার একমাত্র সাংসদ সুকান্ত মজুমদারের আবেদনে সাড়া দিয়ে এক চিঠিতে এই ট্রেনটিকে সাপ্তাহিক পাঁচ দিন মালদা হয়ে বালুরঘাট পর্যন্ত চলাচল করবে বলে জানিয়েছে। এছাড়াও এদিন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার রেলমন্ত্রীর সাথে দেখা করে দক্ষিণ দিনাজপুর জেলা সহ সমগ্র পশ্চিমবঙ্গের রেল প্রজেক্ট গুলো দ্রুত বাস্তবায়নের প্রস্তাব নিয়ে মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করে বিশেষ ভাবে অনুরোধ জানান।

আর ও পড়ুন    তপন কান্দু খুনের ঘটনায় খুনির স্কেচ প্রকাশ করলো পুলিশ

জানা যাচ্ছে, নবদ্বীপধাম – মালদার মধ্যে চলাচলকারি ট্রেনটিকে বালুরঘাট পর্যন্ত চলার দাবির পাশাপাশি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার পিছিয়ে পড়া এই দক্ষিন দিনাজপুর জেলার জন্য বালুরঘাট থেকে দিল্লি, ব্যাংগালোরের মধ্যে চলাচলকারি একটি দ্রুততম ট্রেনের পাশাপাশি হাওড়া বালুরঘাট চলাচলকারী ট্রেনটিকে দুদিক থেকেই রাত্রিতে চালু করার দাবি জানিয়ে রেলমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলেন। এর পাশাপাশি একই দাবি জানিয়ে রেলবোর্ডের কাছেও আবেদন জানিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, বুধবারই লোকসভায় বাজেটের উপর রেল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সুকান্ত মজুমদারের হিলি বালুরঘাট রেলপথ সম্প্রসারনের দাবির পাশাপাশি বালুরঘাট থেকে বন্দে এক্সপ্রেস চালুর দাবি জানিয়েছেন।

 

সেই আবেদনে সাড়া দিয়ে প্রথম ধাপ হিসেবে নবদ্বীপধাম – মালদা এক্সপ্রেসটিকে সপ্তাহে পাঁচদিন (মংগল, বুধ, শুক্র, শনি ও রবিবার) চলাচল করবে বলে জানা যাচ্ছে। বাকি দুদিন ট্রেনটি মালদা পর্যন্ত চলাচল করবে বলে ওই চিঠিতে সাংসদকে জানানো হয়েছে। জানা গেছে, ট্রেনটি ভোর ৪.৪৫ মি এ নব্বদ্বীপ ধাম থেকে ছাড়বে এবং সকাল সাড়ে ৯ টায় মালদা পৌছবে। সেখানে দশ মিনিট থেমে বালুরঘাটের দিকে রওনা হয়ে বেলা ১২ টার সময় বালুরঘাটে পৌছবে। বালুরঘাট থেকে দুপুর ২ টোর দিকে ছেড়ে মালদা হয়ে রাত ৮টার কিছু পরে নবদ্বীপধামে পৌছবে ট্রেনটি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top