শ্রাবনী মেলা উপলক্ষে দেওঘরে জল ঢেলে ফেরার পথে দুটো অটোর মুখোমুখি সংঘর্ষে আহত তিন জন। এদের মধ্যে একজনেই অবস্থা গুরুতর থাকায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । ঘটনাটি ঘটেছে দুমকা এলাকায়। গুরুতর আহতের নাম সুবারন মন্ডল। বাড়ি মালদা থানার বাচামারী এলাকায়। জানা গিয়েছে শুক্রবার জল ঢালার পর ট্রেন ধরতে বাসস্ট্যান্ড থেকে অটোতে চেপে দুমকা স্টেশনে যাচ্ছিলো পথে এই দূর্ঘটনাটি ঘটে।