সাঁকরাইল ব্লক তৃণমূলের উদ্যোগে মেল বন্ধন এর পাশাপাশি দোল উৎসব উদযাপন। সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা বাজারে দোকান দার এবং পথ চলতি মানুষদের রং মাখিয়ে মেল বন্ধন এর পাশাপাশি দোল উৎসব উদযাপনের আয়োজন করা হয়।
একে অপরকে মিষ্টিমুখ করানো হয়। শুক্রবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউৎ, তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সদস্য শান্তনু ভৌমিক, সাঁকরাইল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুমিত দাস সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা ।
সাঁকরাইল ব্লক এর কেশিয়াপাতা বাজারের সমস্ত ব্যবসায়ীদের পাশাপাশি বাজারে আসা মানুষজনদের রং মাখিয়ে মিষ্টি খাইয়ে দোল উৎসব উদযাপন করে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। যার ফলে খুশি ওই বাজারের সমস্ত ব্যবসায়ীরা । তৃণমূল কংগ্রেসের সাঁকরাইল ব্লকের সভাপতি কমল কান্ত রাউত বলেন করোনা পরিস্থিতির জন্য গত দু’বছর মানুষ আনন্দ উপভোগ করতে পারেনি। ধীরে ধীরে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। তাই দোল উৎসবে মানুষ আনন্দে মেতে উঠেছেন ।
আর ও পড়ুন লক্ষাধিক টাকার অবৈধ বিদেশী মদ পুলিশের জালে
সেই জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেসিয়াপাতা বাজারে ব্যবসায়ীদের সাথে সৌজন্য বিনিময় এর পাশাপাশি রং মাখিয়ে দোল উৎসব পালন করা হয়। তিনি বলেন আগামী দিনে যাতে প্রতিটি মানুষের স্বার্থে দলের সৌহার্দ্য আরো বাড়ে তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস মানুষের দুঃখে যেমন পাশে থাকে, তেমনি সুখেও তাদের পাশে রয়েছে। তাই দোল উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে দোল উৎসবের আয়োজন করা হয়েছে।
তিনি দোল উৎসব উপলক্ষে সাঁকরাইল ব্লক এর প্রতিটি মানুষকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং সচেতন হওয়ার আহ্বান জানান।দোল উৎসব কে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর না যেন ঘটে তার জন্য তিনি দলীয় কর্মীদের সজাগ থাকারও নির্দেশ দেন।