সিউড়ি পৌরসভার উপপ্রধান বিদ্যাসাগর সাউ এর বাড়িতে বোমাবাজি , এলাকায় ব্যাপক চাঞ্চল্য , তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী। বিদ্যাসাগর সাউ জানিয়েছেন , শুক্রবার ভোররাতে আড়াইটে নাগাদ আচমকা বিকট শব্দ কানে আসে , হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় প্রথমে বুঝতে পারিনি কিসের আওয়াজ , কয়েক মিনিটের মধ্যেই বাড়িতে বোমা মারছে দুষ্কৃতীরা, কম করে পনেরো টি বোমা মারা হয়েছে বাড়ির বিভিন্ন জায়গায়।
আর ও পড়ুন লক্ষাধিক টাকার অবৈধ বিদেশী মদ পুলিশের জালে
বাড়ির পাশেই থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বোমার আঘাতে। পরে সিসিটিভিতে আমরা দেখতে পাই বাইকে চেপে মোট ছয় জন দুষ্কৃতী একের পর এক বোমা মারে আমার বাড়িতে। তবে ঠিক কী কারণে এই প্রতিহিংসা সে বিষয়ে আমার স্পষ্ট কোনো ধারণা নেই। সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানিয়েছেন , এই নক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে কোনভাবেই ছাড়া হবে না , দুষ্কৃতীদের উৎসাহ যুগিয়ে পেছন থেকে বোমা মারতে প্রচ্ছন্ন মদত দিয়েছে তাদের চিহ্নিত করে কঠিন শাস্তি দেওয়া হবে।
সিউড়ি শহরে সাধারণ মানুষ অশান্তি দাঙ্গা পছন্দ করেনা , মানুষ আমাদেরকে ভোট দিয়ে দিয়েছে এই আশাতে যে আমরা সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখবো, যা করে অশান্তি তৈরি করে মানুষকে দাবিয়ে রেখে নিজেদের স্বেচ্ছাচারিতা করবে তাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সেই সব দুষ্কৃতীদের সিউড়ী শহর থেকে তাড়িয়ে দেওয়া হবে। কোন দুষ্কৃতিকারী কে রেয়াত করা হবে না সে যদি তৃণমূলের হয় তাও শাস্তি পাবে। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানিয়েছেন , বোমাবাজির ঘটনা পুলিশ একজন কে গ্রেপ্তার করেছে।