হোলির রাতে ছেলের হাতে খুন বাবা

হোলির রাতে ছেলের হাতে খুন বাবা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
হোলির

হোলির রাতে ছেলের হাতে খুন বাবা। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার কুশল গ্রামে। অভিযুক্ত ছেলের নাম ভরত হালদার। ছেলেটি মানসিক ভারসাম্যহীন।বাঁশ দিয়ে মাথায় আঘাত করে ঘুমন্ত অবস্থায় বাবাকে খুন করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম অতুল মহলদার(৫২)। পেশায় দিনমজুর।তার দুই ছেলে ও দুই মেয়ে। দুই ছেলে দিনমজুরের কাজ করে। বড় ছেলে সন্তোষ মহলদার। ছোট ছেলে ভরত মহালদার। ছোট ছেলে ভরত মহলদার দীর্ঘ দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন।

 

পারিবারিক অস্বচ্ছলতার জন্য চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না।হোলির দিন অতুল মহলদার খাওয়া-দাওয়া করে নিজের ঘরে ঘুমিয়ে ছিল। সেই সময় বাড়িতে সবাই উপস্থিত ছিলেন। ছোট ছেলে ভরত মহলদার হঠাৎ করে বাবার ঘরে ঢুকে বাঁশ দিয়ে ঘুমন্ত বাবার মাথায় আঘাত করে।

 

ঘটনাস্থলেই মৃত্যু হয় অতুল মহালদারের। আকস্মিক এই ঘটনার জেরে হতভম্ব হয়ে যায় পরিবারের অন্যান্য সদস্যরা। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ এসে মৃত-দেহ উদ্ধার করে। অভিযুক্ত ভরত মহালদার কে আটক করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

 

এই প্রসঙ্গে বড় ছেলে সন্তোষ মহলদার জানান বাবা খাওয়ার খেয়ে ঘুমোচ্ছিল। এমন সময় ভাই হঠাৎ করে এসে বাবার ঘরে ঢুকে বাবাকে বাঁশ দিয়ে আঘাত করে। বাবা সেখানেই মারা যায়। হঠাৎ করে কেন এমন করল কিছুই আমরা বুঝতে পারছি না।

 

আর ও পড়ুন      ট্যারান্টুলা মিলল এবার দেগঙ্গায়

 

মৃত ব্যক্তির ভাগ্নে সুকুমার মহলদার জানান আমি পাশেই থাকি। এদিন হোলি খেলার পর বাড়িতে বিশ্রাম করছিলাম। এমন সময় আমার কাছে খবর আছে মামা কে মারা হয়েছে। আমি দৌড়ে গিয়ে ওদের বাড়ি যাই। সেখানে দেখতে পাই শোবার ঘরে রক্তাক্ত অবস্থায় মামা পড়ে আছে। শুনলাম ছোট ছেলে বাঁশ দিয়ে পিটিয়ে বাবাকে খুন করেছে।

 

এই  প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানা কর্তব্যরত অফিসার বিকাশ হালদার জানান আমরা ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছি। শুনতে পেলাম ওই ব্যক্তির ছেলে বাঁশের আঘাতে বাবাকে খুন করেছে। আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top