বাম আমলে রোজ মারা যেতো জঙ্গলমহলে, বললেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, সোমবার থেকে ১২ বছরের উর্ধ্বে টিকাকরণ শুরু হবে। কলকাতা পুরসভার ৩৭ টি কো-ভ্যাকসিন কেন্দ্র থেকে মিলবে কোরবি ভ্যাক্স ভ্যাকসিন। সোমবার থেকে স্কুলে ও শুরু হচ্ছে ভ্যাকসিন। যে স্কুল রাজি থাকবে এবং পর্যাপ্ত জায়গা থাকবে সেখানেই কলকাতা পুরসভা ভ্যাকসিন সেন্টার করবে ।সেখানেও এলাকার ১২ বছরের উর্ধ্বে সকলেই টিকা নিতে পারবেন। আপাতত ওই সেন্টারগুলো থেকে কো-ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ থাকবে।
পুরসভার বাজেটে এম বার্গো নিয়ে বলেন, জরুরী পরিষেবা কে কোন এমবার্গো হচ্ছে না। পানীয় জল নিকাশি জঞ্জাল সাফাই সহ জরুরি বিভাগে বরাদ্দ পুরোটাই খরচ করা যাবে। সম্পদ তৈরি করা বা পরিকাঠামোগত কাজের জন্য এই বাজেট এমবার্গো জারি করা হয়েছে। সেপ্টেম্বর মাসে আবার রিভিউ করা হবে। তারপর বাকি ৪০ শতাংশ বরাদ্দ করা হবে।
আইন-শৃঙ্খলা নিয়ে বিজেপি নেতা শমিক ভট্টাচার্যের পাল্টা হিসাবে বলেন, বাম আমলে যেন খুন হয় নি? রোজ মারা যেত জঙ্গলমহলে। একটা দুটো ঘটনা হতে পারে। তাই যদি না হবে তাহলে তো পুলিশি থাকবে না। আদালত থাকবে না। তবে বাম আমলের তুলনায় এবং অন্যান্য রাজ্যের তুলনায়ও আমরা অনেক ঠিক আছি। ঘটনা ঘটে পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে যাতে এই ঘটনা আর না হয়।
পুলিশ ঠিক করে চেয়ারম্যান, অর্জুনের পাল্টা যুক্তি নিয়ে বলেন, চেয়ারম্যান হওয়া, টাকা বানানো এসব অর্জুনের হ্যাবিট। এসবের মধ্যে আমরা থাকি না। চেয়ারম্যান দল ঠিক করে। চেয়ারম্যান হতে গেলে যথাযথ যোগ্যতা প্রয়োজন। প্রধান সেবক হয় চেয়ারম্যান।
আর ও পড়ুন সামসেরগঞ্জে সিপিআইএমে বড়সড় ধাক্কা
উল্লেখ্য,বাম আমলে রোজ মারা যেতো জঙ্গলমহলে, বললেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, সোমবার থেকে ১২ বছরের উর্ধ্বে টিকাকরণ শুরু হবে। কলকাতা পুরসভার ৩৭ টি কো-ভ্যাকসিন কেন্দ্র থেকে মিলবে কোরবি ভ্যাক্স ভ্যাকসিন। সোমবার থেকে স্কুলে ও শুরু হচ্ছে ভ্যাকসিন। যে স্কুল রাজি থাকবে এবং পর্যাপ্ত জায়গা থাকবে সেখানেই কলকাতা পুরসভা ভ্যাকসিন সেন্টার করবে ।সেখানেও এলাকার ১২ বছরের উর্ধ্বে সকলেই টিকা নিতে পারবেন। আপাতত ওই সেন্টারগুলো থেকে কো-ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ থাকবে।
পুরসভার বাজেটে এম বার্গো নিয়ে বলেন, জরুরী পরিষেবা কে কোন এমবার্গো হচ্ছে না। পানীয় জল নিকাশি জঞ্জাল সাফাই সহ জরুরি বিভাগে বরাদ্দ পুরোটাই খরচ করা যাবে। সম্পদ তৈরি করা বা পরিকাঠামোগত কাজের জন্য এই বাজেট এমবার্গো জারি করা হয়েছে। সেপ্টেম্বর মাসে আবার রিভিউ করা হবে। তারপর বাকি ৪০ শতাংশ বরাদ্দ করা হবে।
আইন-শৃঙ্খলা নিয়ে বিজেপি নেতা শমিক ভট্টাচার্যের পাল্টা হিসাবে বলেন, বাম আমলে যেন খুন হয় নি? রোজ মারা যেত জঙ্গলমহলে। একটা দুটো ঘটনা হতে পারে। তাই যদি না হবে তাহলে তো পুলিশি থাকবে না। আদালত থাকবে না। তবে বাম আমলের তুলনায় এবং অন্যান্য রাজ্যের তুলনায়ও আমরা অনেক ঠিক আছি। ঘটনা ঘটে পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে যাতে এই ঘটনা আর না হয়।