সরকারি জমি কার এই নিয়েই বিবাদ। বারাসত কে কে মিত্র রোডে বারাসাত কোটের একটি বিল্ডিং আছে। দীর্ঘদিন ধরে বারাসাত কোর্টের তত্ত্বাবধানে রয়েছে সেই বিল্ডিং। আচমকাই আজ স্বাস্থ্য দপ্তরের তরফে ভাঙতে আসে । জেসিবি দিয়ে বেশ খানিকটা বিল্ডিং ভাঙচুর হয়ে যাওয়ার পর আদালতের রেজিস্টর ছুটে আসেন ।
ডিস্ট্রিক্ট কোর্ট ম্যানেজার বিদ্যুৎ রায় জানিয়েছেন সম্পূর্ণ বেআইনিভাবে এই বিল্ডিং ভাঙতে লোক পাঠানো হচ্ছে।উল্টোদিকে স্বাস্থ্য দপ্তরের দাবি এই বিল্ডিং তাদের দেওয়া হয়েছে তাদের ডেভেলপমেন্টের কাজ করবার জন্যই তারা ভাঙতে লোক পাঠিয়েছিল।বারাসাত থানার পুলিশ দুজনকে আটক করেছে।
যদিও জটিলতা বাড়তে থাকায় ঘটনাস্থলে বিএলআরও বারাসাত এসে উপস্থিত হন । সামরিক ভাবে ওই বিল্ডিং ভাংচুরের কাজ বন্ধ করে দেওয়া হয় এবং বিএলআরও গোটা বিষয়টি নিয়ে উভয় বিভাগকে নিয়ে বৈঠক ডেকেছেন ।
আর ও পড়ুন বাইসনের হানায় মৃত এক আহত দুই
উল্লেখ্য, সরকারি জমি কার এই নিয়েই বিবাদ। বারাসত কে কে মিত্র রোডে বারাসাত কোটের একটি বিল্ডিং আছে। দীর্ঘদিন ধরে বারাসাত কোর্টের তত্ত্বাবধানে রয়েছে সেই বিল্ডিং। আচমকাই আজ স্বাস্থ্য দপ্তরের তরফে ভাঙতে আসে । জেসিবি দিয়ে বেশ খানিকটা বিল্ডিং ভাঙচুর হয়ে যাওয়ার পর আদালতের রেজিস্টর ছুটে আসেন ।
ডিস্ট্রিক্ট কোর্ট ম্যানেজার বিদ্যুৎ রায় জানিয়েছেন সম্পূর্ণ বেআইনিভাবে এই বিল্ডিং ভাঙতে লোক পাঠানো হচ্ছে।উল্টোদিকে স্বাস্থ্য দপ্তরের দাবি এই বিল্ডিং তাদের দেওয়া হয়েছে তাদের ডেভেলপমেন্টের কাজ করবার জন্যই তারা ভাঙতে লোক পাঠিয়েছিল।বারাসাত থানার পুলিশ দুজনকে আটক করেছে।
যদিও জটিলতা বাড়তে থাকায় ঘটনাস্থলে বিএলআরও বারাসাত এসে উপস্থিত হন । সামরিক ভাবে ওই বিল্ডিং ভাংচুরের কাজ বন্ধ করে দেওয়া হয় এবং বিএলআরও গোটা বিষয়টি নিয়ে উভয় বিভাগকে নিয়ে বৈঠক ডেকেছেন ।
সরকারি জমি কার এই নিয়েই বিবাদ। বারাসত কে কে মিত্র রোডে বারাসাত কোটের একটি বিল্ডিং আছে। দীর্ঘদিন ধরে বারাসাত কোর্টের তত্ত্বাবধানে রয়েছে সেই বিল্ডিং। আচমকাই আজ স্বাস্থ্য দপ্তরের তরফে ভাঙতে আসে । জেসিবি দিয়ে বেশ খানিকটা বিল্ডিং ভাঙচুর হয়ে যাওয়ার পর আদালতের রেজিস্টর ছুটে আসেন ।ডিস্ট্রিক্ট কোর্ট ম্যানেজার বিদ্যুৎ রায় জানিয়েছেন সম্পূর্ণ বেআইনিভাবে এই বিল্ডিং ভাঙতে লোক পাঠানো হচ্ছে।উল্টোদিকে স্বাস্থ্য দপ্তরের দাবি এই বিল্ডিং তাদের দেওয়া হয়েছে তাদের ডেভেলপমেন্টের কাজ করবার জন্যই তারা ভাঙতে লোক পাঠিয়েছিল।বারাসাত থানার পুলিশ দুজনকে আটক করেছে।
যদিও জটিলতা বাড়তে থাকায় ঘটনাস্থলে বিএলআরও বারাসাত এসে উপস্থিত হন । সামরিক ভাবে ওই বিল্ডিং ভাংচুরের কাজ বন্ধ করে দেওয়া হয় এবং বিএলআরও গোটা বিষয়টি নিয়ে উভয় বিভাগকে নিয়ে বৈঠক ডেকেছেন ।