রানী মুখার্জির জন্মদিন আজ

রানী মুখার্জির জন্মদিন আজ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আজ ২১ মার্চ এই জনপ্রিয় বলিউড অভিনেত্রী রানী মুখার্জির জন্মদিন। উদযাপন করছেন নিজের ৪৪ তম জন্মদিন। আর এই দিনে যে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে তা বলাই বাহুল্য। নব্বই দশকের মাঝামাঝি সময়ে নিজের কেরিয়ার শুরু করা রানী ‘রাজা কি আয়েগি বরাত’ দিয়ে সিনেমা জগতে পা দিয়েছেন। তারপর ‘কুছ কুছ হোতা হ্যায়’ এর মত মেগাহিট জনপ্রিয়তার ছবি করে দর্শকের মন জয় করেছেন।

 

এরপর ধীরে ধীরে ‘সাথিয়া’,’বীর জারা’, ‘বান্টি অর বাবলি’, মর্দানি এর মত সিনেমা দিয়ে দর্শকদের মনে চির স্থায়ী জায়গা করে নিয়েছেন। আর যে সিনেমার কথা না বললেই নয় তা হল রানী অভিনীত ‘ব্ল্যাক’ (Black) সিনেমাটি। ছবিটি ছিল রানীর জীবনে মোড় ঘোড়ানোর মত। এই সিনেমাতে অমিতাভ বচ্চনের সঙ্গে রানি মুখার্জির ঠোঁটঠাসা চুম্বনের দৃশ্য সিনেমা জগতে আজও চর্চিত।

আর ও পড়ুন     ইটভাটার ধোঁয়া থেকে মার খাচ্ছে মালদহে আমের ফলন

ব্ল্যাক ছবিতে রানী মুখার্জি একজন স্পেশ্যাল চাইল্ডের চরিত্রে অভিনয় করেছিলেন। রানি মুখার্জির অভিনয় তার কেরিয়ারে মাইলস্টোন তৈরি করেছিল। বিনা ডায়লগে শুধুমাত্র নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করা সহজ ছিল না। তবে সেই পরীক্ষাও সহজেই পাশ করেছেন রানী।

ছবিতে অমিতাভ বচ্চনকে একজন স্পেশ্যাল চাইল্ড ট্রেনারের চরিত্রে দেখা গিয়েছিল। যা রীতিমত সারা ফেলেছিল সিনেমা জগতে। সেই ছবিতে রানী ও বিগবি -র চুম্বনের দৃশ্য আজও সমান ভাবে চর্চিত। ছবিটি মুক্তি পাওয়ার পর একাধিক পুরস্কারও পেয়েছিলেন অমিতাভ ও রানী মুখার্জি। তবে হাঁটুর বয়সি মেয়ের সঙ্গে চুম্বনের দৃশ্য পর্দায় ফুটিয়ে তোলার জন্য স্বয়ং বিগবি কে কম প্রস্তুতি নিতে হয়নি। সে কথা জানিয়েছিলেন নিজের মুখেই। যদিও ছবিটি নিয়েও কড়া সমালোচনার মুখেও পড়তে হয়েছিল অমিতাভ বচ্চনকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top