দিঘায় উপচে পড়েছে ইলিশ

দিঘায় উপচে পড়েছে ইলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দিঘায় উপচে পড়েছে বড় সাইজের ইলিশ, বেজায় খুশি মৎস্যজীবীরা। দিঘা মোহনার মাছের আড়তে বসন্তকালে এমন ইলিশের সমারোহ এলাকার লোকজনও মনে করতে পারছেন না ।যদিও এবার বর্ষাতেও ভালই ইলিশ উঠেছিল। তবে দাম ছিল চড়া। বসন্তের ইলিশ তুলনামূলক সস্তা মনে করছেন সৈকত শহরের রসনাপ্রিয় বাঙালি। এদিকে বর্ষা না হওয়া সত্ত্বেও ইলিশের দেখা পেয়ে বেজায় খুশি মৎস্যজীবীরাও। বড় সাইজের ইলিশ দেখে মন ভরছে ক্রেতাদেরও। সস্তায় বিকোচ্ছেও দেদার। স্থানীয় মৎস্যজীবীরা মানছেন, ‘বর্ষার মরসুমেও এত সস্তায় ইলিশ পাওয়া যায়নি।’

 

দিঘা মোহানার বিভিন্ন আড়তে কয়েকদিন ধরেই চকচক করছে ইলিশের ঝাঁক। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়। দেড় কেজি থেকে ২ কেজি হলে তার দাম পড়ছে ১০০০-১৫০০ টাকা। এমনকী ৫০০-৭০০ গ্রামের ইলিশও পাওয়া যাচ্ছে। দাম পড়ছে ৫০০ টাকার ধারে কাছে। দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাসের কথায়, “গত দু’ সপ্তাহ ধরে রোজ ২ থেকে ৩ কুইন্টাল করে ইলিশ উঠছে গভীর সমুদ্র থেকে। এর আগে কখনও মার্চ মাসে ইলিশ আমরা দেখিনি। বেশিরভাগ ইলিশের ওজনই ৫০০ থেকে ৭০০ গ্রাম। এক-দেড় কেজি ওজনের ইলিশও উঠছে। সবথেকে বড় কথা হল, স্বাদে হার মানাচ্ছে বর্ষার ইলিশকে।”

 

মানুষও উপচে পড়ে ইলিশ কিনছেন। এলাকার লোকজনও মনে করতে পারছেন না বসন্তকালে এমন ইলিশের সমারোহ। সস্তায় ইলিশ কিনতে ভিড় জমাচ্ছেন দিঘায় বেড়াতে আসা পর্যটকরাও। সোমবার দিঘা মোহানার আড়তে পেল্লাই সাইজের ইলিশ দেখে চমকে উঠেছিলেন বর্ধমান থেকে বেড়াতে আসা অলোক তপাদার ও তাঁর বন্ধুরা। চোখের সামনে এমন প্রলোভন দেখে নিজেদের সামাল দিতে পারেননি।

 

দেড় কেজি ওজনের একটা ইলিশ হাতে ঝুলিয়ে ফিরেছেন। কাঁথির সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) সুরজিৎ বাগও অবাক হয়ে গিয়েছেন এ কথায়। সুরজিৎবাবু বলেন, “আমার চাকরি জীবনের অভিজ্ঞতায় এই সময় কখনও ইলিশ উঠতে দেখিনি। এর আগে নভেম্বর-ডিসেম্বর মাসেও ইলিশের দেখা মিলেছিল। জীবনে এই প্রথমবার দেখলাম অসময়ে বড় মাপের ইলিশ উঠতে।” দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা তথা স্থানীয় আড়তদার নবকুমার পয়ড়্যা জানান, “গত কয়েকদিনে ভাল পরিমাণে ইলিশ আমদানি হয়েছে। বর্ষাতেও এত কম দামে এমন চেহারার ইলিশ মেলেনি। স্বাদও দারুণ।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top