‘সিট গঠন করে মুখ্যমন্ত্রীর মাথায় ছিট হয়ে গেছে’, মহম্মদ সেলিম

‘সিট গঠন করে মুখ্যমন্ত্রীর মাথায় ছিট হয়ে গেছে’, মহম্মদ সেলিম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘সিট গঠন করে মুখ্যমন্ত্রীর মাথায় ছিট হয়ে গেছে’, মহম্মদ সেলিম।  মঙ্গলবার সিপিআইএমের তরফে হাওড়া পানিয়ারা এলাকার ডিএন মার্কেটের জয়পুর মোড়ে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কটাক্ষ করে বললেন, “আনিসের হত্যাকাণ্ডে সিট গঠন করে মুখ্যমন্ত্রীর মাথায় ছিট হয়ে গেছে”। পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ধাপ্পাবাজি করছেন বলেই অভিযোগ করেন। সেলিম কটাক্ষ করে বলেন যারা চিটফান্ডের প্রতারণার সঙ্গে যুক্ত তারা কালীঘাটে তাদের টাকার ভাগ দিচ্ছে। আজকে আনিশের সমাধিতে মালা দিয়ে তার কবরের মাটি হাতে ধরে হাওড়া গ্রামীন পুলিশের পুলিশ সুপারিনটেনডেন্ট সৌম্য রায়ের অপসারণ দাবি করেন।

 

তিনি আরো দাবি করে বলেন মুখ্যমন্ত্রী রাজ্যে খেলা হবে বলেছেন। প্রকৃতই তিনি খেলার পরে খেলোয়াড়দের ছুটি দিচ্ছেন। যার দরুন আনিশ ও রামপুরহাট গণহত্যা হয়েছে। পাশাপাশি তিনি দিল্লিতে মোদী ও বাংলায় দিদির সেটিং রয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন দুজনেই একই কথা বলছে। দিল্লিতে মোদী আচ্ছে দিন আসার কথা বলছেন আর বাংলায় দিদি উন্নয়ন হচ্ছে বলছেন। এরা দুজনেই মানুষকে প্রতারণা করছে বলেই তিনি অভিযোগ করেন। পাশাপাশি তিনি কুনাল ঘোষের নাম না নিয়ে তাকে চোর বলে অভিহিত করেন ও দাবি করেন রাজ্যে একটা চোর বড়বড় কথা বলছে। তার নাম উচ্চারণ করাও পাপ বলেই তিনি জানান।

আর ও পড়ুন    হনুমানের আতঙ্কে ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার

উল্লেখ্য, রামপুর হাটে বাড়িতে আগুন লাগার ঘটনায় নয় জনের মৃত্যু হয়। এই ঘটনাকে বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল শর্ট সার্কিটের ফলাফল হিসেবে তুলে ধরেন। আর নিয়ে কটাক্ষ করলেন সেলিম। তিনি বললেন, ওর মাথায় অক্সিজেন কম ঢোকে বলে মুখ্যমন্ত্রী বলেছিলেন। তবে এখন ওর গোটা মাথাটাই শর্ট হইয়ে গেছে বলেই তিনি দাবি করেন। মঙ্গলবার পানিয়ারার মোড়ে সভা করার কথা থাকলেও জেলা প্রশাসনের অনুমতি না থাকার জন্য পানিয়ারার থেকে ভেতরে ডিএন মার্কেটের জয়পুর মোড়ে এক জনসভা করেন। জনসভা করার পরে সেখান থেকে মিছিল করে তারা আমতা মোড় অব্দি যান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top