আজ থেকে শুরু হলো, “জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে ও পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার শুরু হলো, “জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব”। বুধবার থেকে ২৫ মার্চ, ২০২২, পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জলচক নাটেশ্বরী নেতাজী বিদ্যায়তন ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব।
জেলার লোকসংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা শিল্প কে উৎসাহিত করতেই এই উৎসবের আয়োজন। অনুষ্ঠানে রাজ্য সরকারের লোকপ্রসার প্রকল্পের অধীন লোকশিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবং এর প্রাক্তন বিধায়ক গীতা রানী ভূঁইয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ আরো অনেকে। প্রতিদিন আদিবাসী সংস্কৃতির সঙ্গে জড়িত বিভিন্ন অনুষ্ঠান ও যাত্রানুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করে রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া বলেন বাংলার লোকসংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি ও যাত্রাদল কে বাঁচিয়ে রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন।
আর ও পড়ুন বিবাহ-বহির্ভূত সম্পর্কে লিপ্ত স্ত্রী, স্ত্রীর প্রেমিকের বুকে চাকু চালাল স্বামী
তিনি লোক শিল্পীদের পাশে রয়েছে তেমনি যাত্রাশিল্পীদের পাশে রয়েছে। আদিবাসী সমাজের আদিবাসী সংস্কৃতি কে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। তাই লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতিকে মানুষের কাছে তুলে ধরার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তিনি ওই অনুষ্ঠানে সকলকে শামিল হওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন এর আগে রাজ্যের কোন সরকার এভাবে লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। শিল্পীদের ভাতা দেওয়া থেকে বিভিন্ন কাজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান ।