২১ মার্চের পর আবারও অভিষেককে ED -র তলব

২১ মার্চের পর আবারও অভিষেককে ED -র তলব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২১ মার্চের পর আবারও অভিষেককে ED -র তলব । গত ২১ মার্চের পর আবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল Enforcement Directorate। আগামী ২৯ মার্চ অর্থাৎ মঙ্গলবার তাকে ED-কে তদন্তে সাহায্য করার জন্য দিল্লিতে আবারও তলব করা হয়েছে তৃণমূল নেতাকে। চলতি সপ্তাহে সোমবার ইডির দিল্লির দপ্তরে হাজিরা দেন‌ অভিষেক। দীর্ঘ নয় ঘন্টা জেরার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ‘‘আমি বিরোধী দল তৃণমূল করি বলে আমাকে বারে বারে ডাকা হচ্ছে৷ আমি চোর, আর বাকিরা সাধু!’’

 

যদিও তিনি এও বলেছিলেন তদন্তের স্বার্থে যতবার তাকে ডাকা হবে তিনি ততবার আসবেন। কারন তিনি কাউকে ভয় পান না। সাথে তিনি রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কলকাতায় ED-র কার্যালয় থাকা সত্ত্বেও কেন বারবার তাঁকে এভাবে দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে? সাথে তিনি দাবি করেছিলেন, ‘‘গণতন্ত্রকে বিজেপি ভয় পাচ্ছে৷ তাই এভাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে লেলিয়ে নোটিস পাঠিয়ে জেরার নামে ভয় দেখানো হচ্ছে৷’’ যদিও তিনি ভয় পান না বলেই জানিয়েছেন। তাঁর সংযোজন, “আমি ইডি, সিবিআই কাউকে ভয় পাই না। আমি অন্য মেটেরিয়াল। তবে আগামী মঙ্গলবার ইডি-র ডাকে অভিষেক পুনরায় হাজিরা দেন কিনা সেই দিকে তাকিয়ে সংশ্লিষ্ট মহল।

 

উল্লেখ্য, গত ২১ মার্চের পর ফের আবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল Enforcement Directorate। আগামী ২৯ মার্চ অর্থাৎ মঙ্গলবার তাকে ED-কে তদন্তে সাহায্য করার জন্য দিল্লিতে আবারও তলব করা হয়েছে তৃণমূল নেতাকে। চলতি সপ্তাহে সোমবার ইডির দিল্লির দপ্তরে হাজিরা দেন‌ অভিষেক। দীর্ঘ নয় ঘন্টা জেরার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ‘‘আমি বিরোধী দল তৃণমূল করি বলে আমাকে বারে বারে ডাকা হচ্ছে৷ আমি চোর, আর বাকিরা সাধু!’’ যদিও তিনি এও বলেছিলেন তদন্তের স্বার্থে যতবার তাকে ডাকা হবে তিনি ততবার আসবেন। কারন তিনি কাউকে ভয় পান না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top