রামপুরহাটের বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট!

রামপুরহাটের বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রামপুরহাটকান্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই কোলকাতা হাই কোর্ট দিল এক অমোঘ নির্দেশ।সূত্রের খবর, শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এক নির্দেশিকা জারি করে বলে, “এখন থেকে রাজ্য সরকারের সিট আর কোনও তদন্ত করবে না। হাইকোর্টের নজরদারিতেই তদন্ত করবে সিবিআই।”

 

কিন্তু রাজ্য সরকারের তরফে এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলেই জানা গেছে।উল্টে সবাইকে অবাক করে দিয়ে শাসক দল তৃণমূলের তরফে সিবিআই তদন্তে যাবতীয় সহযোগিতার বার্তা দেওয়া হয়েছে। যদিও সূত্রের খবর অনুযায়ী,রাজ্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করেনি দুই জনস্বার্থ মামলাকারী।সুপ্রিম কোর্টে এ বিষয়ে ক্যাভিয়েট দাখিল করেছেন তারা।

 

জানা গেছে ক্যাভিয়েট দাখিলকারী দুই জনস্বার্থ মামলাকারী হলেন, আইনজীবী কৌস্তুভ বাগচি ও আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। অর্থাৎ, রামপুরহাট কাণ্ডে মোট দুটি ক্যাভিয়েট দাখিল হল সুপ্রিম কোর্টে। রাজ্যের একতরফা শুনানি আটকাতেই এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে বলে জানা গেছে।
এছাড়াও,যত দ্রুত সম্ভব সিবিআই-কে বগটুই গ্রামে যাওযার নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ সূত্রের খবর,
শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশের পরেই সিবিআইয়ের পশ্চিমবঙ্গের অফিসাররা দিল্লির উর্ধ্বতন অফিসারদের সঙ্গে বৈঠকে বসেছেন বলে সূত্রের খবরে জানা গেছে। বগটুই কাণ্ডের তদন্তকারী টিমে থাকবেন
উচ্চপদস্থ অফিসাররাই বলে জানা গেছে।

আরও পড়ুন    বসিরহাটের ইছামতি পাড়ে শুরু হলো লিটল ম‍্যাগাজিন মেলা

ইতিমধ্যেই সিবিআই-এর তরফে বীরভূম জেলার পুলিশ সুপারকে ইমেল করে এফআইআর, অভিযোগের কপি চাওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।এছাড়া,শণিবার থেকেই জোর কদমে বগটুই কাণ্ডের তদন্ত শুরু করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলেই সূত্রের খবরে জানা গেছে। এদিকে,প্রাথমিক তদন্তের পর আগামী ৭ই এপ্রিলের মধ্যেই সিবিআই-কে স্টেটাস রিপোর্ট জমা করতে হবে উচ্চ আদালতে। এই মর্মেই তাদের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

 

তবে, সিবিআইকে তদন্তে সব রকম সহযোগিতার বার্তা দিলেও তৃণমূলের তরফে জানানো হয়েছে যে,” অতীতে বহু তদন্তের দায়িত্ব সিবিআই নিলেও তার ন্যায়বিচার এখনও পাওয়া যায়নি। বগটুই কাণ্ডেও তেমন হলে প্রতিবাদ করবে তৃণমূল কংগ্রেস।” এ বিষয়ে,রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ”সিবিআই আর আলাদা কী করবে আমি জানি না। সিট তো তদন্ত অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিল। কোর্টই আগে সিবিআইকে বলেছিল ‘তোতাপাখি’। আদালত বলেছে যখন, তখন আর এ নিয়ে কী বলব।” রামপুরহাটকান্ডে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top