বসিরহাটে বিধ্বংসী আগুন, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। বসিরহাট পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ভ্যাবলা এলাকায় শুক্রবার রাত ১১ টা নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ভস্মীভূত হয় যায় বাড়ি-সহ দোকান। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। বাড়িতে মজুদ দাহ্য পদার্থ থেকে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় বাড়ি ও দোকান।
স্থীনীয় সূত্রে খবর, শুক্রবার রাতে হঠাৎ আগুন লাগে বসিরহাটের ভ্যাবলা এলাকার একটি সাইকেলের দোকানে। সেখানেই ছিল দুটি গ্যাস সিলিন্ডার। বিস্ফোরণ হয় সেটাও। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দোকান সংলগ্ন বাড়ির মধ্যে।
বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় মানুষেরা দমকলে খবর দেয়। দমকলের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের সঙ্গে পুলিশ ও স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগায়। আগুন নেভানোর আগেই পুড়ে ভস্মীভূত হয়ে যায় দোকানে থাকা সমস্ত মাল ও ঘরবাড়ি।
আরও পড়ুন – এক ধাক্কায় ১০ শতাংশ দাম বৃদ্ধি পেল হৃদরোগ, উচ্চ রক্তচাপ সহ ৮০০ ওষুধের
দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ ছিল। বাড়িতে একটি ছোটো মুদিখানার দোকানও ছিল, সেখানে বিক্রি হত কেরোসিন, ডিজেল ও পেট্রোল। মেশিন এর সাহায্যে সাইকেলে মোটর বাইকে হওয়া দেওয়া হতো বলে জানান স্থানীয়রা। আগুনের লেলিহান শিখায় পরপর দু’টি গ্যাস সিলিন্ডার ফেটে এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।মানুষের কোনও ক্ষয়ক্ষতি না হলেও বাড়ি ও দোকান পুড়ে ভস্মীভূত হয়ে কয়েক কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানালেন বাড়ির মালিক।
দমকল সূত্রে জানা যায়, দোকান ও বাড়ি পুরোপুরি আগুনে ভস্মীভূত হয়ে যায়। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সোনা, গয়না গুরুত্বপূর্ণ নথিপত্র, ছেলে-মেয়েদের বই-খাতা সব পুড়ে ছাই হয়ে যায়। সেই সময় বাড়ির মালিক নুর ইসলাম গাজী-সহ পরিবারের সদস্যরা স্থানীয় কাউন্সিলরের বাড়িতে গিয়েছিলেন। আগুন লাগার তদন্ত শুরু করেছে দমকল ও পুলিস। বসিরহাটে