জঙ্গলে লাগা আগুন নেভাল গুড়গুড়িপাল স্কুলের পড়ুয়ারা। শনিবার সকালে কে বা কারা পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল জঙ্গলে শুকনো পাতায় আগুন লাগিয়ে দেয়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।
এদিন সকাল ১১ টা নাগাদ গুড়গুড়ি পাল হাই স্কুলের শিক্ষকরা জঙ্গলে এভাবে আগুন ছড়িয়ে পড়তে দেখে পড়ুয়াদের সঙ্গে নিয়ে ছুটে যান। বালতি ভরে জল নিয়ে গিয়ে আগুন নেভাতে থাকে পড়ুয়ারা। প্রায় ঘন্টা খানেক ধরে এভাবে জল ঢালার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ওই বিদ্যালয়ের শতাধিক পড়ুয়া শিক্ষকদের সাথে হাতে হাত মিলিয়ে বালতিতে করে জল নিয়ে গিয়ে গুড়গুড়িপাল এর জঙ্গলে আগুন নেভানোর কাজ করে।
মেদিনীপুর বন বিভাগের কর্মীরা ও স্থানীয় গ্রামবাসীরা শিক্ষক ও পড়ুয়াদের এই উদ্যোগের প্রশংসা করেন।এই সময় প্রায় জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটছে।
আরও পড়ুন- জলদাপাড়া জাতীয় উদ্যানে গণ্ডার শুমারির প্রথম দিন নির্বিগ্নেই সম্পন্ন
যার ফলে জঙ্গলের যেমন ক্ষতি হচ্ছে । সেই সঙ্গে জঙ্গলে থাকা পশুপাখিরাও আগুনে পুড়ে মারা যাচ্ছে। যার ফলে বন দফতরের পক্ষ থেকে একাধিকবার মানুষজনকে সচেতন করা হয়েছে। প্রতিদিন মাইকিং করে প্রচার করে জঙ্গলে আগুন লাগাতে যেমন নিষেধ করা হচ্ছে, তেমনি শিকারে যেতে নিষেধ করা হচ্ছে ,গাছ কাটছে ও নিষেধ করা হয়েছে ।তা সত্ত্বেও একশ্রেণীর মানুষ জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছে।
তাই গুড়গুড়িপাল জঙ্গলে শনিবার কারা আগুন লাগিয়ে ছিল তা খতিয়ে দেখার জন্য বনদপ্তর এর পক্ষ থেকে তদন্তের কাজ শুরু করা হয়েছে। তবে গুড়গুড়িপাল হাইস্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা যেভাবে জঙ্গলের আগুন নিভিয়ে দিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয় বলে এলাকার সর্বস্তরের মানুষ জানান।
জঙ্গলে লাগা