গোটা দেশে দ্রুত কংগ্রেস নিজের ফর্মে ফিরুক, মন্ত্যব BJP নেতার। ক্ষমতার লড়াইয়ে গোটা দেশে কংগ্রেসের অবস্থা এখন সকলেরই জানা। সদ্য শেষ হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কোনও ছাপই ফেলতে পারেনি দেশের অন্যতম বৃহৎ এবং প্রাচীন এই জাতীয় রাজনৈতিক দল। চারটি রাজ্যেরই দখল নিয়েছে গেরুয়া শিবির। একটি রাজ্য গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির দখলে।
কংগ্রেসের এমন বেহাল দশায় হতাশ প্রবীণ BJP নেতা তথা কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতীন গডকরির। সম্প্রতি পুণে শহরে আয়োজিত একটি অনুষ্ঠান যোগ দিয়েছিলেন নীতীন। সেখানেই মঞ্চে বক্তব্য পেশের সময় কংগ্রেসের প্রসঙ্গ তোলেন তিনি। নীতিন চান, কংগ্রেস দ্রুত নিজের দাপটে ফিরুক। তাঁর বক্তব্য, গণতন্ত্রের স্বার্থেই কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে হবে। তা না হলে ক্রমে আঞ্চলিক দলগুলি কংগ্রেসকে হঠিয়ে তার জায়গা পাকাপাকিভাবে দখল করবে। এতে জাতীয় রাজনীতি এবং ভারতের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন নীতীন।
আর ও পড়ুন ফের অবরোধ, অবরুদ্ধ দুই জাতীয় সড়কের সংযোগস্থল
তাঁর কথায়, “গণতন্ত্র দুটি চাকার উপর ভর করে এগিয়ে চলে। একটি চাকা হল শাসকদল। এবং অন্যটি অবশ্যই একটি শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল। গণতন্ত্রকে অটুট রাখতে হলে বিরোধী শিবিরকে শক্ত-পোক্ত হতেই হবে। এই জন্যই আমি চাই, কংগ্রেস শক্তিশালী হয়ে উঠুক। তাছাড়া, কংগ্রেস দুর্বল হয়ে পড়লে আঞ্চলিক দলগুলি সেই জায়গা দখল করে নেবে। এটা গণতন্ত্রের জন্য ভালো হতে পারে না।” এর পাশাপাশি তাঁর বক্তব্য, “১৯৭৮-৮০ সাল নাগাদ আমি BJP-তে যোগদান করেছিলাম।
সেই সময় দলের সম্মেলনে যোগ দিতে আমি পুণে আসতাম। আমি যখন রেল স্টেশনে এসে পৌঁছই, তখন আমার কাঁধে অনেক দায়িত্ব ছিল। শ্রীকান্ত জিচকরের সঙ্গে আমার দেখা হয়। তিনি আমাকে বলেন, আমার একটি ভালো দলে যোগদান করা উচিত। এমন একটা দল, যেটা আমাকে একটা ভবিষ্যৎ দেবে। আমি এর উত্তরে বলেছিলাম, আমি একটা কুয়ো ঝাঁপ দিয়ে আমার জীবন শেষ করে ফেলেছি। কিন্তু, আমার আদর্শের পথ থেকে নড়ব না।”