শান্তিপুরে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলল বিজেপি নেতৃত্ব! মঙ্গলবার শান্তিপুর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল স্থানীয় বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, সোমবার বিধানসভার অধিবশন চলাকালীন তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং বিজেপি বিধায়ক এর মধ্যে যে হাতিহাতি শুরু হয়েছিল তাতে রক্তাক্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। সেই ঘটনায় কোন বিধায়কের নাক ফেটে গেছিল আবার কোন বিধায়কের চশমা ভেঙে গেছিল। এছাড়াও, কয়েকজন বিধায়কের জামা পর্যন্ত ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে।
এ ক্ষেত্রে,তৃণমূল কংগ্রেসের বিধায়কদের পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তোলা হয়।তারা জানিয়েছেন, প্রথমে শুভেন্দু অধিকারী ও তার বিধায়করা এই হামলা চালিয়েছে। যদিও বিজেপির তরফে বলা হয়েছে, তৃণমূল বিধায়ক রাই হামলা চালিয়েছে বলে দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। তাদের আরো দাবী,”যেহেতু আমরা বিধানসভায় সংখ্যালঘু সেই কারণেই বিরোধীদের স্বাধীনতা কেড়ে নিতে এই হামলা চালিয়েছে তৃণমূল।”
আর আপাতত এই দাবি নিয়েই গোটা রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি নেতৃত্ব। আর তারই অংশ হিসেবে এদিন শান্তিপুর থানা ঘেরাও করে বিজেপি নেতৃত্ব বিক্ষোভ দেখায়।
এদিন তাদের দাবি ছিল,”অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। যারা বিজেপি বিধায়কের উপর আক্রমণ চালিয়েছে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
আর ও পড়ুন চলন্ত বাসে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের এক তরুণী কর্মীর শ্লীলতাহানি
উল্লেখ্য, মঙ্গলবার শান্তিপুর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল স্থানীয় বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, সোমবার বিধানসভার অধিবশন চলাকালীন তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং বিজেপি বিধায়ক এর মধ্যে যে হাতিহাতি শুরু হয়েছিল তাতে রক্তাক্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। সেই ঘটনায় কোন বিধায়কের নাক ফেটে গেছিল আবার কোন বিধায়কের চশমা ভেঙে গেছিল। এছাড়াও, কয়েকজন বিধায়কের জামা পর্যন্ত ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে।
এ ক্ষেত্রে,তৃণমূল কংগ্রেসের বিধায়কদের পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তোলা হয়।তারা জানিয়েছেন, প্রথমে শুভেন্দু অধিকারী ও তার বিধায়করা এই হামলা চালিয়েছে। যদিও বিজেপির তরফে বলা হয়েছে, তৃণমূল বিধায়ক রাই হামলা চালিয়েছে বলে দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। তাদের আরো দাবী,”যেহেতু আমরা বিধানসভায় সংখ্যালঘু সেই কারণেই বিরোধীদের স্বাধীনতা কেড়ে নিতে এই হামলা চালিয়েছে তৃণমূল।” আর আপাতত এই দাবি নিয়েই গোটা রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর