২১ জুলাই ডোমকল আদালতের এক আইনজীবীকে ধারালো অস্ত্রের আঘাত করে খুনের চেষ্টাই ধৃত এক যুবক।সূত্রের খবর ধৃত যুবক ওই আইনজীবীরই মক্কেল।ধৃত যুবকের নাম মুকেশ সেখ(৩৫)।
জানাগিয়েছে, ২১ জুলাই শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার ডোমকল মহাকুমা আদালত চত্বরে এক আইনজীবীকে খুনের চেষ্টা করে তারই মক্কেল। সেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মক্কেলের হাতে আক্রান্ত আইনজীবীর নাম ওদুদ শেখ(৪৫)।পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ডোমকল থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। আইনজীবীর করা অভিযোগের ভিত্তিক অভিযুক্তের নামে আইপিসি ৩৪১,৩২৬ ও ৩০৭ ধারাতে মামলা চালু করেছে পুলিশ।মঙ্গলবার অভিযুক্তকে জেলা আদালতে তোলা হলে বিচারপতি তাকে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।