বড়সড় বদল Indigo তে

বড়সড় বদল Indigo তে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিমান মিস করার পরই বড়সড় বদল Indigo তে। টলিউডের অন্যতম সফল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মঙ্গলবার থেকেই খবরের শিরোনামে। গতকাল দিনটা মঙ্গলময় হয়নি নায়িকার। ভোর বেলায় মিস করেন ফ্লাইট। তার জেরে দিনভর ঘটল নানা ঘটনা। শেষমেষ পদত্যাগ করলেন ইন্ডিগোর চিফ ফিনান্সিয়াল অফিসার জিতেন চোপড়া। তাই অনেকেই প্রশ্ন তুলছেন প্রভাবশালী তত্ত্ব কি এখানেও প্রযোজ্য?

 

এই ঘটনাটা বুঝতে গেলে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হয়। মঙ্গলবার ভোরেই কলকাতা বিমানবন্দরে পৌঁছন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্যুটিং এর জন্য কলকাতা থেকে আমেদাবাদ যাওয়ার ইন্ডিগোর বিমানের টিকিট ছিল তাঁর। ফ্লাইটের সময় ছিল ভোর ৫টা ২৬ মিনিটে। বোর্ডিং টাইম নির্ধারিত ছিল ৪টে ৫৫মিনিটে। ঋতুপর্ণা সেনগুপ্ত গতকাল ৫.১০ থেকে ১২ টার মধ্যেই পৌঁছেছিলেন বিমানবন্দরে বলেই দাবি করেছেন। কিন্তু বিমানে চড়তে পারেননি। প্রায় ৪০ মিনিট ধরে কথা কাটাকাটি, কান্নাকাটি সবটাই হয়েছে কিন্তু চোখের সামনে বিমান দাঁড়িয়ে থাকলেও তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি বলেই জানা যায়। এরপরেই অভিনেত্রী নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টে গোটা ঘটনাটি লেখেন। তার পরেই ইন্ডিগো কর্তৃপক্ষ তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন। তার পরেও টলিউড অভিনেত্রীর বিমান মিস করার পরই বড়সড় বদল Indigo তে।

 

সকালের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ইন্ডিগোতে বড়োসড়ো বদল হয়। কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হয় যে ইন্ডিগোর যিনি চিফ ফিনান্সিয়াল  অফিসার জিতেন চোপড়া তিনি পদত্যাগ করেছেন।পরবর্তী সিএফও হলেন  গৌরব নেগী। ২০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন গৌরব নেগী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে এই পদের দায়িত্ব পেলেন। অনেকেই এই ঘটনার মধ্যে প্রভাবশালী তত্ত্ব খুঁজছেন। তাহলে কি তারকা অভিনেত্রীকে বিমানে উঠতে না দেওয়ার শাস্তি পেলেন প্রাক্তন চিফ ফিনান্সিয়াল অফিসার? টলিপাড়া থেকে স্যোশাল মিডিয়া সর্বত্রই এই গুঞ্জন ঘোরাফেরা করছে।

https://shinetv.in/টলিউড-অভিনেত্রীর-বিমান-ম/ ‎

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top