Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
কোভ্যাক্সিনের বুস্টার ডোজে বাড়ছে অ্যান্টিবডি

কোভ্যাক্সিনের বুস্টার ডোজে বাড়ছে অ্যান্টিবডি

কোভ্যাক্সিনের বুস্টার ডোজে বাড়ছে অ্যান্টিবডি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কোভ্যাক্সিনের বুস্টার ডোজে বাড়ছে অ্যান্টিবডির পরিমাণ শরীরে। ICMR-এর গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। মঙ্গলবার রাজ্যসভার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ। বিশ্বজুড়ে গবেষণা হয়েছে অ্যাস্ট্রাজেনেকা এবং কোভিশিল্ড নিয়েও।

 

ওই ২টি টিকার ক্ষেত্রে কোভ্যাক্সিনের বুস্টার ডোজে প্রতিরোধের সম্ভাবনা বাড়ছে তিন থেকে চারগুণ। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

 

কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ICMR-এর একটি সমীক্ষা চালিয়েছিল। কোভ্যাক্সিনের বুস্টার ডোজ কতটা কার্যকরী তা জানার জন্য। জানা গিয়েছে, কোভিড রোখার জন্য যে অ্যান্টিবডি প্রয়োজন বুস্টার ডোজের পর তা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।’

 

National Technical Advisory Group on Immunization (NTAGI) এর পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন কর্মী, ষার্টোধ্ব ব্যক্তিদের এই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।

আর ও পড়ুন    দেশজুড়ে ব্যাংক প্রতারণা মূল পান্ডা গ্রেপ্তার

রয়েছে মিশ্র টিকারও ভাবনা। কোভিড রুখতে মিশ্র টিকা ব্যবহার করা হবে কি না তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। সেই নিয়ে সিদ্ধান্ত নেবে NTAGI অর্থাৎ National Technical Advisory Group on Immunization। দীর্ঘ সমীক্ষার পর সেই নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা। মঙ্গলবার জানিয়েছে সরকার। বিশ্বের বিভিন্ন দেশে ককটেল ভ্যাকসিন নিয়ে আলোচনা শুরু হয়েছে। দুটি আলাদা টিকার ডোজ নিলে কোভিড রুখতে অনেক বেশি কার্যকর হবে এমনটাই দাবি করছেন অনেক বিশেষজ্ঞ। পৃথিবীর বিভিন্ন দেশে এই নিয়ে গবেষণা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে মিশ্র টিকায় রোগ প্রতিরোধের সম্ভাবনা বেশি।

 

এই নিয়ে পরীক্ষাও চলছে। কোভ্য়াক্সিন ও কোভিশিল্ডের মিশ্র টিকা নিয়ে চতুর্থ স্তরের সমীক্ষার জন্য ভেলোরের Christian Medical College কে অনুমতি দিয়েছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (Central Drugs Standard Control Organization)। কোভ্যাক্সিন ও BBV1154 ((Adenoviral Intranasal COVID-19 immunization) মিশ্রণের উপযোগিতা নিয়ে সমীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে ভারত বায়োটেকের।

 

রাজ্যসভা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এখনই পর্যাপ্ত তথ্য হাতে নেই। সেটা এলেই NTAGI এর পরামর্শের ভিত্তিতে মিশ্র টিকা দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top