মাটিয়া ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের আজ বসিরহাট আদালতে তোলা হয়

মাটিয়া ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের আজ বসিরহাট আদালতে তোলা হয়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বসিরহাট

মাটিয়া ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের আজ শুক্রবার ফের বসিরহাট আদালতে তোলা হয়। গত ২৩ মার্চ এক কিশোরী মাসীর প্রেমিকার কাছে ধর্ষনের শিকার হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ২৪ মার্চ ধর্ষণের মূল মাস্টার মাইন্ড অর্থাৎ মাসী রোজিনা বিবি যে পরিকল্পনা করেছিল।

 

তার প্রেমিক শহর আলী সরদার ওরফে সাগর এই দু’জনকে গ্রেফতার করার পর ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল বসিরহাট মহকুমা আদালত। আজ ১লা এপ্রিল সেই মেয়াদ শেষ হচ্ছে। মাটিয়া থানা থেকে দুই অভিযুক্তকে বসিরহাট মহাকুমার আদালতে তোলা হয়।

 

মাটিয়া ধর্ষণকাণ্ড হাইকোর্টে জনস্বার্থ মামলা পর প্রথম হলফনামা পেশ করে রাজ্যের সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টে। যা জানার পর কিছুটা স্বস্তির হাওয়া নির্যাতিতার গ্রামের মানুষের মধ্যে। মাটিয়া ধর্ষণ কাণ্ডে তোলপাড় হয়েছে গোটা রাজ্য। অন্যদিকে ঘটনাস্থলে পরিদর্শনেও যান বসিরহাট পুলিশ জেলার এসপি, বাদুড়িয়ার এসডিপিও ও মাটিয়া থানা ওসি সহ একাধিক পুলিশ আধিকারিকরা।

 

রাজ্য পুলিশের তরফে সেখানে ফরেন্সিক দল পাঠিয়ে পুরোদমে তদন্ত কাজ চলছে। তারপর চলতি মাসের ২৯শে মার্চ মঙ্গলবার কংগ্রেসের তরফে কলকাতা হাইকোর্টে মাটিয়া ধর্ষণ ঘটনার জন্য একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সুমিত্রা নিয়োগী। সেই মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার একটি হলফনামা পেশ করলো কলকাতা হাই কোর্ট।

 

আর ও পড়ুন    রমজান মাসের জন্য খাদ্য সামগ্রী তুলে দিলেন হিন্দু মহিলা 

 

বৃহস্পতিবার সেই মামলার হলফনামা পেশ করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ্য শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। সেই শুনানিতে রাজ্য পুলিশকে অবিলম্বে কেস ডায়েরি ও মেডিকেল রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয় এবং উন্নততর চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়।

 

ঘটনায় যে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, ১লা এপ্রিল শুক্রবার তাদের বসিরহাট মহকুমা আদালতে পুনরায় পেশ করার সিদ্ধান্ত নেওয়া। পুলিশ সুত্রে খবর, ঐ দুই অভিযুক্তকে পুনরায় পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top