জল যন্ত্রনা থেকে শহরবাসীকে মুক্তি দিতে উদ্যোগী হলো বর্ধমান পৌরসভা। বর্ষার সময় বর্ধমান শহরের বেশকিছু এলাকায় জল জমতো। সেই জল যন্ত্রনা থেকে মুক্তি দিতে উদ্যোগী হলো পৌরসভা। এবার থেকে বর্ষার সময় যাতে করে শহরের কোথাও জল না জমে সে ব্যাপারে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে বর্ধমান পৌরসভা। এজন্য নিকাশি ব্যবস্থার উপর জোর দিয়েছে পৌরসভা। পোরসভা সূত্রে জানা যায় এজন্য প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলারদের উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।
শুক্রবার বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকারকে সাংবাদিকদের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে এসে পৌরসভার চেয়ারম্যান সাংবাদিকদের জানান, “নতুন পুরবোর্ড হওয়ার পর বর্ধমান পৌরসভার পক্ষ থেকে বেশ কয়েকটি বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারমধ্যে নিকাশি নালা ও শহরের ড্রেন গুলি দ্রুত যাতে পরিস্কার করা হয় তার উদ্যোগ গ্রহন করা হয়েছে। চলতি মাসের ৪ তারিখ থেকে শহরের নিকাশি নালা ও ড্রেন গুলি পরিস্কারের কাজ শুরু হবে। একমাস ধরে এই কাজ হবে।
আশা করছি এতে বর্ষার সময় শহরে জল জমা থেকে অনেকটাই সুরাহা হবে। পাশাপাশি শহরকে আর্বজনা মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী পুজোর আগে জঞ্জাল মুক্ত শহর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পৌরসভা।“ পৌরসভা সূত্রে জানা যায়, ইতিমধ্যে পুরসভার নাগরিকদের সুবিধার্থে নিকাশি ব্যবস্থার উন্নতির সাথে সাথে প্রত্যেক ওয়ার্ডে মূল সমস্যা গুলি কি আছে তা দেখে দ্রুত সমস্যার সমাধান নিরসনের উদ্যোগী হয়েছে বর্ধমান পৌরসভা।
আর ও পড়ুন দেশজুড়ে ব্যাংক প্রতারণা মূল পান্ডা গ্রেপ্তার
উল্লেখ্য, জল যন্ত্রনা থেকে শহরবাসীকে মুক্তি দিতে উদ্যোগী হলো বর্ধমান পৌরসভা। বর্ষার সময় বর্ধমান শহরের বেশকিছু এলাকায় জল জমতো। সেই জল যন্ত্রনা থেকে মুক্তি দিতে উদ্যোগী হলো পৌরসভা। এবার থেকে বর্ষার সময় যাতে করে শহরের কোথাও জল না জমে সে ব্যাপারে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে বর্ধমান পৌরসভা। এজন্য নিকাশি ব্যবস্থার উপর জোর দিয়েছে পৌরসভা। পোরসভা সূত্রে জানা যায় এজন্য প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলারদের উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।