ঘর থেকে কী ভাবে তাড়াবেন টিকটিকি? রইল তিন টোটকা

ঘর থেকে কী ভাবে তাড়াবেন টিকটিকি? রইল তিন টোটকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ঘর থেকে কী ভাবে তাড়াবেন টিকটিকি? রইল তিন টোটকা । টিকিটিকির উপদ্রবে নাজেহাল। বাড়ি যতই পরিচ্ছন্ন রাখুন না কেন, টিকটিকি দূরে রাখা জাচ্ছেনা। কোথা থেকে যে এসে পড়বে, কে জানে! টিকটিকি থেকে নানা রকমের জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তার থেকে রোগও ছড়ায়। ফলে ঘরে টিকটিকি ঘুরে বেড়ানো বিশেষ কাজের বিষয় নয়। কিন্তু ঘর থেকে কী ভাবে তাড়াবেন টিকটিকি? রইল টিকিটিকির উপদ্রব থেকে মুক্তি পাওয়ার তিনটি সহজ টোটকা।

 

১) পেঁয়াজ, রসুনের উগ্র গন্ধ একেবারেই পছন্দ নয় টিকটিকির। তাই সম্ভব হলে ঘরের বিভিন্ন কোণে পেঁয়াজের টুকরো, রসুনের কোয়া ছড়িয়ে রেখে দিন। টিকটিকি পালিয়ে যাবে।

২) ন্যাপথলিন ব্যবহার করেন পোকা তাড়ানোর জন্য? কিন্তু ন্যাপথলিনের উগ্র গন্ধ পছন্দ করে না টিকটিকিও। ন্যাপথলিন গুঁড়ো ঘরের নানা প্রান্তে ছড়িয়ে দিন। টিকটিকি দূর হবে।

 

৩) বোতলে জল ভরে তাতে গোলমরিচ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো গুলে নিন। এ বার যে সব জায়গায় টিকিটিকি ঘুরে বেড়ায়, সেখানে সেই জল স্প্রে করুন। টিকটিকি পালিয়ে যাবে।

আর ও  পড়ুন  হলদিয়ার কারখানায় আগুন   

উল্লেখ্য, টিকিটিকির উপদ্রব থেকে মুক্তি পাওয়ার ৩ টোটকা। টিকিটিকির উপদ্রবে নাজেহাল। বাড়ি যতই পরিচ্ছন্ন রাখুন না কেন, টিকটিকি দূরে রাখা জাচ্ছেনা। কোথা থেকে যে এসে পড়বে, কে জানে! টিকটিকি থেকে নানা রকমের জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তার থেকে রোগও ছড়ায়। ফলে ঘরে টিকটিকি ঘুরে বেড়ানো বিশেষ কাজের বিষয় নয়। কিন্তু ঘর থেকে কী ভাবে তাড়াবেন টিকটিকি? রইল টিকিটিকির উপদ্রব থেকে মুক্তি পাওয়ার তিনটি সহজ টোটকা।

 

১) পেঁয়াজ, রসুনের উগ্র গন্ধ একেবারেই পছন্দ নয় টিকটিকির। তাই সম্ভব হলে ঘরের বিভিন্ন কোণে পেঁয়াজের টুকরো, রসুনের কোয়া ছড়িয়ে রেখে দিন। টিকটিকি পালিয়ে যাবে। ২) ন্যাপথলিন ব্যবহার করেন পোকা তাড়ানোর জন্য? কিন্তু ন্যাপথলিনের উগ্র গন্ধ পছন্দ করে না টিকটিকিও। ন্যাপথলিন গুঁড়ো ঘরের নানা প্রান্তে ছড়িয়ে দিন। টিকটিকি দূর হবে। ৩) বোতলে জল ভরে তাতে গোলমরিচ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো গুলে নিন। এ বার যে সব জায়গায় টিকিটিকি ঘুরে বেড়ায়, সেখানে সেই জল স্প্রে করুন। টিকটিকি পালিয়ে যাবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top