সিউড়িতে পথ কুকুরদের সুরক্ষায় এগিয়ে এল “হ্যান্ডস অফ লাভ”। বর্তমানে গাড়ি ঘোড়া যান বাহন এত টাই বেড়ে গেছে যে,রাস্তাঘাটে অবলা প্রাণীদের খুবই দুর্ঘটনার কবলে পড়তে হয়। আর এ সকল অবলা প্রাণীদের মধ্যে পেকেবারে প্রথমের সারির প্রথম নম্বরটিতেই আছে পথকুকুর রা। অধিকাংশ সময়েই তাদের দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাতে হয় অথবা গুরুতর আহত অবস্থায় অত্যন্ত কষ্ট ভোগ করতে হয়।
কিন্তু এবার এই সকল পথকুকুরদের সেই সমস্ত ভয়াবহ পথ দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে এসে গেল
বীরভূম জেলার সিউড়ির কিছু যুবক-যুবতীদের হাত ধরে তৈরী হওয়া ” হ্যান্ডস অফ লাভ ” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।সূত্রের খবর,এই সংস্থার ছেলে মেয়েরা সিউড়ি শহরে দুর্ঘটনা প্রবণ যে সকল এলাকা রয়েছে সেই সকল এলাকার পথ কুকুরদের গলায় পরিয়ে দিচ্ছেন এক প্রকার রিফ্লেক্টিভ কলার।
জানা গেছে, এই রিফ্লেক্টিভ কলারই দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে ওই সকল পথ কুকুরদের। কিন্তু এই রিফ্লেক্টিভ কলার এর কর্মপদ্ধতি কি?জানা গেছে,রাতের অন্ধকারে যখন দ্রুতগতিতে যানবাহন চলাচল করে তখন যদি কোন পথ কুকুর রাস্তার উপর থেকে থাকে তাহলে সেই গাড়ির আলোয় ওই সকল পথ কুকুরদের গলায় থাকা রিফ্লেক্টিভ কলার জ্বলজ্বল করে উঠবে। এই সিগন্যালেই বুঝে যাবেন গাড়িচালক।
আর ও পড়ুন হলদিয়ার কারখানায় আগুন
তিনি দূরে থেকেই বুঝে যাবেন সামনে কিছু রয়েছে।আর তখন সেই গাড়িচালক নিজের গাড়ি নিয়ন্ত্রণে রাখবেন বলেই আশা করা যায়। এছাড়াও,জানা গেছে এই রিফ্লেক্টিভ কলার পথ কুকুরদের পথদুর্ঘটনা থেকে রক্ষা করবে। সাথে পরোক্ষভাবে বাইক আরোহী অথবা অন্যান্য পথচলতি মানুষদেরকেও রক্ষা করবে। কারণ দেখা গেছে, রাতের অন্ধকারে কিছু কিছু সময় রাস্তায় পথ কুকুরদের দেখতে না পেয়ে অনেক মোটর বাইক আরোহী দুর্ঘটনাগ্রস্ত হন।
এছাড়াও,জানা গেছে,এই সকল যুবক যুবতীদের এই ধরনের ৪০টি রিফ্লেক্টিভ কলার পথ কুকুরদের গলায় পরানোর লক্ষ্য রয়েছে। তাদের এ কাজ শুরু হয়েছে গত সোমবার থেকে। খুব দ্রুত তাদের এই লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হবেন বলেও আশাবাদী তারা।এছাড়াও, ৬০টি পথ কুকুরকে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দেওয়ার টার্গেটও নিয়েছেন তারা।আর তাদের এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য তারা সিউড়ি শহরের বিভিন্ন এলাকায় ঘুরছেন এবং তাদের কাজ চালিয়ে যাচ্ছেন বলেই সূত্রের খবরে জানা গেছে।