মৃত্যু হল বেলডাঙ্গার জেলা পরিষদ সদস্য আতাবুর রহমানের পুত্র সরফরাজের!

মৃত্যু হল বেলডাঙ্গার জেলা পরিষদ সদস্য আতাবুর রহমানের পুত্র সরফরাজের!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মৃত্যু হল বেলডাঙ্গার জেলা পরিষদ সদস্য আতাবুর রহমানের পুত্র সরফরাজের! শারীরিক নির্যাতনের শিকার হয়েছিল এক কিশোর। কিন্তু তাকে নিয়ে ফের পালানোর সময় তাদের পিছু নেয় অপর একটি বাইকে বসা তিনজন যুবক। আর ঠিক সে সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি মোটরবাইকে সওয়ার হওয়া এক যুবকের ধাক্কা লেগে ঘটল মৃত্যু। সূত্রের খবর,তিনি মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য আতাবুর রহমানের ছেলে সরফরাজ।সূত্রের খবর,এই মর্মান্তিক দুর্ঘটনায় বেঘোরে প্রাণ গেল সেই যুবকের। এছাড়া,আহত হয়েছেন ৪ জন যাদের মধ্যে ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

 

এছাড়াও,মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে নির্যাতিত ওই কিশোরকেও।বিষয়টি নিয়ে, নির্যাতিত ওই কিশোরের পরিবার অভিযোগ জানিয়েছে, গত ১০ দিন আগে রেজিনগরের কয়েকজন যুবক সেই কিশোরকে যৌন নির্যাতন করে। সেই কিশোরকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মেডিক্যাল টেস্ট করানো হয়েছিল।এরপর ওই কিশোর বাড়ি ফিরে যায়।

আর ও  পড়ুন  হলদিয়ার কারখানায় আগুন   

সোমবার সন্ধ্যায় বাজারে দাঁড়িয়ে তরমুজ কিনছিল সে।কিন্তু সেই সময় আবার সেই দুই অভিযুক্ত ওই কিশোরকে তুলে নিয়ে মোটরবাইকে করে পালানোর চেষ্টা করে। এদিকে, ঘটনাটি দেখে ওই মোটর বাইকের পেছনে একটি বাইকে তিন যুবক। এদিকে ৩৪ নং জাতীয় সড়কের সরুলিয়া এলাকায় সেই সময়ই উল্টো দিক থেকে আসছিলেন আর এক মোটরবাইক আরোহী।সেই বাইকে ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য আতাবুর রহমানের ছেলে সরফরাজ। সরফরাজের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে কিডন্যাপারদের পিছু ধাওয়া করা বাইকটিকেই।

আর এই দুর্ঘটনাতেই মৃত্যু হয় বেলডাঙ্গার জেলা পরিষদ সদস্য আতাবুর রহমানের ছেলে সরফরাজের।যদিও, কিডন্যাপারকে এখনও পাওয়া যায়নি বলেই জানা গেছে তবু ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা, বহরমপুর ও রেজিনগর থানার পুলিশ বলে সূত্রের খবরে জানা গেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top