পানীয় জলের বোতলে শ্যাওলা, অসুস্থ হয়ে হাসপাতালে বহু। খাবার জলে বোতলে ভাসছে শ্যাওলা। আর সেই জল খেয়েই অসুস্থ অনেকে। ঘটনাটি ঘটেছে পানাগড়ে। যার জেরে রীতিমত বিপাকে পড়েছেন পানীয় জল ব্যবসায়ী।
ওই পানীয় জল ব্যবসায়ী জানিয়েছেন, তিনি একটি সংস্থা থেকে জল কেনেন। আর সেই জলই বিক্রি করেন। কয়েকজন স্থানীয় জল কিনে নিয়ে যাবার পর দোকানে এসে বলে তার বিক্রি করা জল খেয়ে তাদের হাসপাতালে ভর্তি হয়েছিল। তারপর পুরো বিষয়টি জেনে বোতলের প্যাকেট খুলে তাজ্জব বনে যান দোকানদান। দেখেন একটি দুটি নয়, পুরো প্যাকেটির সব বোতলেই শ্যাওলা। এরপর বোতলে দেওয়া ফোন নাম্বারে ফোন করেন ওই জল ব্যবসায়ী। কিন্তু কোনো সুরাহা হয়নি। অন্যদিকে যেসব ক্রেতারা অসুস্থ হয়েছে তারাও ক্ষতিপূরণও চান। সব মিলিয়ে বেশ সমস্যায় পড়েছেন জল ব্যবসায়ী।
আর ও পড়ুন অ্যাসিড আক্রান্ত নদীয়ার ব্যবসায়ী, ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত
স্থানীয় এক বাসিন্দা জানান, তিনি সোমবার এক বোতল জল কিনে নিয়ে বাড়ি গিয়ে খাওয়ার পর থেকেই অসুস্থ বোধ করেন। অবশেষে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরে জলের বোতল লক্ষ্য করে দেখেন বোতলের ভিতরে শ্যাওলা ভাসছে। এদিন তিনি যে দোকান থেকে জলের বোতল কিনেছিলেন সেই দোকান মালিককে পুরো বিষয়টি জানান। ততক্ষনে আরও বেশ কিছু এলাকার বাসিন্দারাও ওই দোকান মালিকের কাছে ওই একই অভিযোগ নিয়ে হাজির হয়। অনেক ক্রেতারা ও তার পরিবারেই সদস্যরা ক্ষতিপূরণও দাবি করেন। জলের বোতলে