জুয়ার ঠেকের প্রতিবাদ করায় প্রতিবাদী কে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ , আহত অবস্থায় বারাসত হাসপাতালে চিকিৎসাধীন প্রতিবাদী । অভিযুক্তকে আটক করেছে পুলিশ ।
বারাসাত থানার শ্রীকৃষ্ণ পুর এলাকার মধ্যে একটি বাড়িতে প্রতিদিন বাইরের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে জুয়ার আসর বসে । দীর্ঘদিন ধরে এই জুয়ার আসর বসে বলে অভিযোগ । অভিযোগ স্থানীয় এক ব্যক্তি শম্ভু দাস তার বাড়িতে দিনরাত বাইরে থেকে বিভিন্ন রকম লোকজন এসে এই অসামাজিক কার্যকলাপ চলছে ।
আরও পড়ুন – ‘যেসব নেতারা অস্বস্তি ঘটাচ্ছে তাদের ছেঁটে ফেলার প্রক্রিয়া কি শুরু হল?’ তৃনমূলকে খোঁচা তথাগতের
আজ সকালে স্থানীয় এক যুবক তথা সদ্য শেষ হওয়া পৌর নির্বাচনের 19 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুবীর শীল এই ঘটনার প্রতিবাদ করতে গেলে তার উপরে ধারালো অস্ত্র নিয়ে অভিযুক্ত শম্ভু দাস । তার শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের দাগ । শারীরিক অসুস্থতার কারণেই বারাসাত হাসপাতালে ভর্তি প্রতিবাদী । স্থানীয় মানুষজন এ বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কিন্তু ক্যামেরার সামনে কিছু বলতে চাইনি ।
স্থানীয় এক ব্যক্তি তিনি জানান গোটা বিষয়টি কাউন্সিলরের নজরে আছে তারপরেও দিনের পর দিন এইভাবে অসামাজিক কার্যকলাপ চলে আসছে এই এলাকায় । এদিকে গোটা ঘটনায় কাউন্সিলর জানিয়েছেন তিনি আজকের বিষয়টা জানেন স্থানীয় মানুষজন তাকে ফোন করেছিল তিনি সে মোতাবেক প্রশাসনের দ্বারস্থ হয়ে পুলিশ পাঠিয়েছিলেন কিন্তু তারপরেও ক্রমশ চালিয়ে যাচ্ছিল এই অসামাজিক কার্যকলাপ অভিযুক্তকে গ্রেফতার এর পরে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় পৌর প্রতিনিধি তথা বারাসাত পৌরসভার উপ পৌর প্রধান তাপস দাসগুপ্ত ।