একটাও ইন্ডাস্ট্রি এক মিনিটের জন্য বন্ধ হোক এটা আমরা চাইনা- অরূপ রায়

একটাও ইন্ডাস্ট্রি এক মিনিটের জন্য বন্ধ হোক এটা আমরা চাইনা- অরূপ রায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

একটাও ইন্ডাস্ট্রি এক মিনিটের জন্য বন্ধ হোক এটা আমরা চাইনা- অরূপ রায়। বাম আমলে রাজ্যের শিল্পের পরিবেশ না থাকায় একাধিক ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছিল। যদিও ২০১১ সালের পর থেকে সেই পরিবেশের পরিবর্তন হওয়ায় রাজ্যে একাধিক ইন্ডাস্ট্রি হয়েছে। আমরা চাই না একটাও ইন্ডাস্ট্রি এক মিনিটের জন্য বন্ধ হোক। মঙ্গলবার বাউরিয়ার রঘুদেববাটীতে উলুবেড়িয়া চেম্বার অফ কমার্সের ১০ম বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে এসে শিল্পপতিদের উদ্দেশ্যে এই বার্তা দেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।

 

এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান বিপ্লব রায়চৌধুরী, সাংসদ সাজদা আহমেদ, বিধায়ক সমীর পাঁজা, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক বিদেশ বসু, চেম্বার অফ কমার্সের সভাপতি তমাল ঘোষাল, সম্পাদক প্রবীর রায় সহ অন্যান্যরা।

 

এদিন মন্ত্রী অরূপ রায় বলেন আগের মতো পরিবেশ না থাকায় উলুবেড়িয়ায় অনেক নতুন ইন্ডাস্ট্রি স্থাপন হয়েছে। যদিও সবটাই হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাংলাতে এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতার জন্য। মন্ত্রী বলেন আগে মুখ্যমন্ত্রীর কলকাতায় বসে প্রশাসনিক বৈঠক করতেন কিন্তু এখন বাংলার মুখ্যমন্ত্রী জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করছেন। এদিন মন্ত্রী অরূপ রায় বলেন আগে হাওড়াতে শেফিল্ড বলা হত। সেই শেফিল্ড মৃত অবস্থায় চলে গিয়েছিল।

আর ও পড়ুন    হাঁসখালি ধর্ষণকাণ্ডে আরো এক গ্রেপ্তার 

যদিও বর্তমানে শিল্পপতিরা হাওড়ার এই ঐতিহ্য পুনরুদ্ধারে উদ্যোগ নিয়েছেন। এদিন ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান বিপ্লব রায় চৌধুরী শিল্পপতিদের উদ্দেশ্যে বলেন নতুন নতুন ইন্ডাস্ট্রি স্থাপন করে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। এদিন উলুবেড়িয়া চেম্বার অফ কমার্সের সভাপতি তমাল ঘোষাল জানান ইতিমধ্যে জেলার ৬ টি শিল্পকে পুনরুদ্ধারের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তিনি জানান শিল্পপতিরা নতুন করে শিল্পে ১১৮৫ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছেন যেখানে প্রায় সাড়ে ১১ হাজার নতুন কর্মসংস্থান হবে। সাধারণ সম্পাদক প্রবীর রায় জানান আগামী দিনে উলুবেড়িয়া ১ নং ব্লকে কর্মতীর্থ স্থায়ী হস্তশিল্প সামগ্রী বিক্রির পরিকল্পনা করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top