সাঁকরাইলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ । যতই পঞ্চায়েত নির্বাচনের দিন এগিয়ে আসছে ততই বিজেপি ছেড়ে সাঁকরাইল ব্লক এর বিভিন্ন এলাকার বিজেপির কর্মী-সমর্থকেরা বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন ।মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর ছত্রী অঞ্চলের জামবেদিয়া এলাকার পালোইডাঙ্গাতে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।ওই সম্মেলনে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো, সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউত সহ আরো অনেকে।
তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনে ওই এলাকার বিজেপির কর্মী ও সমর্থকরা আনুষ্ঠানিকভাবে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলের পতাকা তুলে দেন বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কমল কান্ত রাউত ।
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সকলের হাতে দলের পতাকা তুলে দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কমল কান্ত রাউত বলেন আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী খুঁজে পাবে না। বিজেপিকে দূরবীন দিয়ে খুঁজে দেখতে হবে ।মানুষ বিজেপিকে আর বিশ্বাস করে না। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নের কাজে সামিল হওয়ার জন্য প্রতিদিন দলে দলে মানুষ বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আগামী দিনে আরও অনেকেই এভাবেই যোগদান করবেন বলে তিনি জানান।
আর ও পড়ুন হাঁসখালি ধর্ষণকাণ্ডে আরো এক গ্রেপ্তার
বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান কারী সকলকে তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তৃণমূল কংগ্রেস কে শক্তিশালী করার জন্য কাজ করার আহ্বান জানান ।বিধায়ক খগেন্দ্র নাথ মাহাতো বলেন উন্নয়নের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা করেছেন। সেই শান্তি বিঘ্নিত করার জন্য এক শ্রেণীর মানুষ চেষ্টা করছেন। তাই মানুষ তাদের ভুল বুঝতে পেরে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন । তিনি আরও বলেন যে বাংলার উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সেই সঙ্গে বিজেপিকে জঙ্গলমহল থেকে তিনি উৎখাত করার আহ্বান জানান। তাই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান কারী সকলকে তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সাঁকরাইলে