পীরখালি ৫ নম্বরে নৌকায় মধু ডাকাতি,জখম ১১ জন মধু সংগ্রহকারী

পীরখালি ৫ নম্বরে নৌকায় মধু ডাকাতি,জখম ১১ জন মধু সংগ্রহকারী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পীরখালি ৫ নম্বরে নৌকায় মধু ডাকাতি,জখম ১১ জন মধু সংগ্রহকারী। সোমবার রাত ১১ টা নাগাদ হঠাৎই জল পথে ২ টি নৌকা করে প্রায় ২০ জন ডাকাত দল মুধু সংগ্রহকারী নৌকায় ডাকাতি করে চম্পট দেয় ডাকাত দলটি।আর ডাকাতি করার সময় মধু সংগ্রহকারীরা ডাকাত দলটি কে বাঁধা দিতে গেলে জখম হয় ১১ জন মধু সংগ্রহকারী।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের পীরখালি ৫ নম্বর লেবুখালি এলাকায়।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত ৮ এপ্রিল থেকে সুন্দরবন জঙ্গলে মধু সংগ্রহ করার কাজ শুরু হয়েছে সরকারি ভাবে। বন দফতরের বৈধ অনুমতি নিয়ে ৪৩ টি দল সুন্দরবনের সজনেখালি থেকে গভীর জঙ্গলে রওনা দিয়েছিল ৮ এপ্রিল।সোমবার সারাদিন জঙ্গলে মধু সংগ্রহ করে বালি-১ ও ২ এলাকার বাসিন্দা মৌলে অনন্ত মন্ডল, ইদ্রিশ আলি জমাদার,রবীন্দ্র নাথ গায়েন,বিশ্বনাথ মন্ডল,অনন্ত মন্ডল,সঞ্জয় আড়ি,রমেশ গায়েন, ধনঞ্জয় মন্ডল, শঙ্কর মন্ডল, সুনীল মন্ডল,সুক্ষ মন্ডল।

 

এরপর তারা ঠিক সন্ধ্যার মুখে লেবুখালি এলাকায় নদীতে নৌকা নোঙর করে।রাতে খাওয়া দাওয়া করেই তারা নৌকায় ঘুমিয়ে পড়ে।হঠা ই ২ টি নৌকা তাদের নৌকার গায়ে ভেড়ে আর ২০ জনের ডাকাত দল মধু সংগ্রহকারীদের উপর চড়াও হয়।এরপর ডাকাত দলটি লোহার রড,লাঠি দিয়ে বেধড়ক মারধর শুরু করে মধু সংগ্রহকারীদের।নৌকায় থাকা ৭ ব্যারেল সংগ্রহ মধু,কয়েকটি মোবাইল এবং কিছু কাগজপত্র নিয়ে চম্পট দেয় ডাকাত দলটি।জখম ১১ জন মৌলে রাতের অন্ধকারে কোন মতে নৌকা চালিয়ে আসে পীরখালি ফরেস্ট ক্যাম্পে।

আর ও পড়ুন    হাঁসখালি ধর্ষণকাণ্ডে আরো এক গ্রেপ্তার 

এদিকে খবর পেয়ে সজনেখালি ফরেস্ট রেঞ্জ অফিসার বিশ্বজিৎ দাসের নেতৃত্বে ঘটনাস্থলে আসে বনকর্মীরা।সঙ্গে সঙ্গে তারা জখমদের উদ্ধার করে গোসাবা গ্রামীণ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।জখমদের মধ্যে ৩ জনের অবস্থা অবনতি হলে চিকিৎসকরা ৩ জনকে ক্যানিং মহকুমা হাসপাতালে হস্তান্তরিত করে।বর্তমানে ইদ্রিশ আলি জমাদার,রবীন গায়েন, অনন্ত মন্ডল ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন এবং গোসাবা গ্রামীণ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ৪ জন চিকিৎসাধীন।বাকী ৪ জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয় চিকিৎসকরা।

 

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প জানান পীরখালি ৫ নম্বর লেবুখালি এলাকায় রাতের অন্ধকারে মৌলেদের মধু সংগ্রহ নৌকায় মধু ডাকাতি হয়।ডাকাত দলটি ৭ টি মধুর ব্যারেল নিয়ে চম্পট দেয়।৭ টি ব্যারেলে প্রায় ১৭৫ কেজি মধু ছিল।এমনকি ডাকাত দলটি মৌলেদের মারধর করে।ফলে জখম হয় ১১ জন মৌলে।এদের মধ্যে ৭ জন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন এবং ৪ জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয় চিকিৎসকরা।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।ইতিমধ্যে পুলিশ এবং বন দফতর জল পথে শুরু করেছে চিরুনি তল্লাশি অভিযান।তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। মধু সংগ্রহকারী

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top