বাংলা এখন গণতন্ত্রের গ্যাস চেম্বারে পরিণত হয়েছে : রাজ্যপাল। ফের রাজ্যপালের নিশানায় বঙ্গ। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে কটাক্ষ করলেন তিনি। প্রশ্ন তুললেন সরকারের ভূমিকা নিয়েও। রীতিমত উদ্বেগ প্রকাশ করে বলেন, “বাংলা এখন গণতন্ত্রের গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। রাজ্য দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।“ পাশাপাশি বি আর অম্বেদকরের জন্মদিন উপলক্ষে রাজ্যপাল বলেছেন, “ আজ আম্বেদকরের জন্মদিবসে বলব, গণতন্ত্র বজায় রাখুন। একটি নির্দিষ্ট নীতিতে আমাদের চলা উচিত। আমরা সংবিধানের প্রতি দায়বদ্ধ। সাম্প্রতিক কিছু ঘটনা আমাদের অবাক করেছে। হাইকোর্টের ঘটনা অত্যন্ত চিন্তার। তদন্ত প্রক্রিয়া সঠিক পথে হওয়া উচিত।“
আরও পড়ুন – পেইন ম্যানেজমেন্ট নিয়ে নতুন দিশা দেখাচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল
এছাড়াও রামপুরহাট প্রসঙ্গে তাঁর বক্তব্য, “কোথাও পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে নিহতদের পরিবারকে চাকরি দেওয়া হচ্ছে। অন্যদিকে ভোট পরবর্তী হিংসার ঘটনায় তো অনেকেই মারা গিয়েছেন, তাদের ক্ষেত্রে ক্ষতিপূরণ নয় কেন?”
হাইকোর্টের ঘটনা প্রসঙ্গ তুলে রাজ্য বলেন, “ডিজিকে বলেছি কড়া পদক্ষেপ করতে। মুখ্য সচিবকে বলেছি সুপ্রিম কোর্ট বলেছে জ্ঞানবন্ত সিংহকে নিয়ে আলাদা কথা বলতে হবে।রাজ্যের শাসনব্যবস্থা যেন সংবিধানের মধ্যে থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে।“ একই সঙ্গে রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা এবং বিভিন্ন দুর্নীতি নিয়েও সরকারকে তোপ দাগেন রাজ্যপাল ।
প্রসঙ্গত, বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে 11টা নাগাদ বিধানসভায় রাজ্যপাল শ্রদ্ধা জানাতে যান । সেখানে দেখা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আরও একবার তোপ দাগলেন তিনি ।