ফের তৃণমূলের নজরে উত্তর-পূর্ব ভারত! মে এর প্রথমেই দুদিনের সফরে মেঘালয় যাচ্ছেন অভিষেক

ফের তৃণমূলের নজরে উত্তর-পূর্ব ভারত! মে এর প্রথমেই দুদিনের সফরে মেঘালয় যাচ্ছেন অভিষেক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ফের তৃণমূলের নজরে উত্তর-পূর্ব ভারত! মে এর প্রথমেই দুদিনের সফরে মেঘালয় যাচ্ছেন অভিষেক। এবার তৃনমূলের নজর আটকালো মেঘালয়ে। সেখানে ঘাঁটি শক্ত করতে মে মাসে মেঘালয় যাচ্ছেন সর্বভারতীয় তৃনমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, তিনি আগামী ৩ এবং ৪ মে দুদিনের জন্য মেঘালয় যাচ্ছেন। আগামী তেইশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোবার লক্ষ্যেই সেখানে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

ইতিমধ্যেই মেঘালয়ে প্রধান বিরোধী দল হিসেবে প্রভাব বিস্তার করতে পেরেছে তৃণমূল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার নেতৃত্বে কংগ্রেস ছেড়ে ১২ বিধায়ক যোগ দিয়েছেন তৃণমূলে। ২০২১ এর ভোটে বাংলায় বিপুল সাফল্য নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার পরেই ভিনরাজ্যে সংগঠন সাজাতে শুরু করে তৃণমূল। তারই অংশ হিসেবে গোয়া, ত্রিপুরার পর এবার মেঘালয়ে বিধানসভা নির্বাচনে শক্ত ঘাঁটি তৈরি করতে তৎপর হয়েছে বাংলার শাসক দল।।।

আর ও পড়ুন      বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের প্রাণের ইছামতীর পাড়ে নববর্ষ পালন

উল্লেখ্য, ৬০ আসনের মেঘালয় বিধানসভায় মোট ৪০টি আসন রয়েছে শাসক জোট এনডিএ-র হাতে। ১৮ টি ছিল প্রধান বিরোধী দল কংগ্রেসের হাত। কিন্তু উল্লেখ্য, ৬০ আসনের মেঘালয় বিধানসভায় মোট ৪০টি আসন রয়েছে শাসক জোট এনডিএ-র হাতে। ১৮ টি ছিল প্রধান বিরোধী দল কংগ্রেসের হাত।

 

কিন্তু এর মধ্যে ১২ জন বিধায়ক তৃনমূলে যোগদান করার সাথে প্রধান বিরোধী দলের জায়গা হারায় কংগ্রেস। সেই তকমা পায় তৃণমূল। তাই এবার আগামী বছরের মেঘালয়ে বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল। প্রতিনিয়ত চেষ্টা চলছে সেখানে দলকে পোক্ত করার। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরাসরি মেঘালয় সফর বিশেষ গুরুত্ব পেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। উত্তর-পূর্ব

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top