নববর্ষের সকালেই রান্না ঘরে গোখরো সাপ-চাঞ্চল্য শান্তিপুরে!

নববর্ষের সকালেই রান্না ঘরে গোখরো সাপ-চাঞ্চল্য শান্তিপুরে!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নববর্ষের সকালেই রান্না ঘরে গোখরো সাপ-চাঞ্চল্য শান্তিপুরে! বাংলা বছরের প্রথম দিবের সকালটাই চাঞ্চল্যকর ঘটনা দিয়ে শুরু হল শান্তিপুরের ১৬নম্বর ওয়ার্ডের চড় সারাগর পাড়া এলাকার ,বাসিন্দা শিবনাথ বিশ্বাস ও তার পরিবারের।সূত্রের খবর, হঠাৎই সকালবেলায় তারা একটি বিষধর গোখরো সাপ কে দেখতে পান তাদের রান্না ঘরে। সাপটি রান্না করার জ্বালানি রাখা বস্তার ফাঁকে ঢুকে পড়ে ছিল বলে জানা যায়।এদিকে,সাপ দেখতে পেয়ে তারা ভীতসন্ত্রস্ত হয়ে চিৎকার চেচামেচি শুরু করেন।

 

অন্যদিকে,প্রতিবেশীরা এসে জড়ো হয় তার বাড়িতে এবং সেই রান্না ঘরের জ্বালানি ভর্তি বস্তা সরাতে থাকেন।আর তখনই সেখানে দু-তিনটি গর্ত আবিষ্কার হয়। মাটির মেঝে হওয়াতে সেখানে গর্ত দেখে তাদের সন্দেহ হয়।তারা অনুমান করেন যে গর্তগুলির ভেতরে বিষধর গোখরো সাপ টি, রয়েছে। তারপর তারা সেখানে গর্ত করতে শুরু করলে দেখতে পান যে রীতিমতো দু-দুটি বিষধর গোখরা সাপের আস্তানা সেটি।

আর ও পড়ুন      বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের প্রাণের ইছামতীর পাড়ে নববর্ষ পালন

আর তারপরই তারা বনদপ্তরকে খবর দেন।এই ঘটনার খবর পেয়ে শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা সেখানে পৌঁছন এবং তিন ঘন্টা ধরে প্রচুর চেষ্টা করে সেই বিষধর গোখরো সাপ দুটিকে উদ্ধার করেন।অন্যদিকে, সাপ উদ্ধারের পর পরিবারের লোকজনের মধ্যে স্বস্তি ফিরে আসে। ব্যাপারটি নিয়ে শান্তিপুরের বন্যপ্রাণীর উদ্ধারকারী অনুপম সাহা জানান, “এই সাপ দুটিকে এখন বাহাদুরপুর পলাশ গাছি ফরেস্টে ,বনদপ্তর এর হাতে তুলে দেয়া হবে।এই দুটি সাপ প্রমাণ সাইজের, অতএব এদের বাচ্চা থাকতে পারে।

 

এলাকার মানুষকে খুব সচেতন থাকতে হবে ,এবং যেহেতু গরমের প্রাদুর্ভাব দেখা গিয়েছে সেহেতু বাড়ির জঞ্জাল মুক্ত রাখতে হবে, অন্ধকারে টর্চ নিয়ে চলাফেরা করতে হবে ,এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমোতে হবে ।তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কোনরকম সমস্যা হলে তৎক্ষণাৎ বনদপ্তর এ ফোন করতে হবে।” এই সতর্ক বাণীর পর ও যদিও সাত সকালে দু-দুটি বিষধর গোখরো সাপের গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হওয়ার ঘটনায় , শান্তিপুর চর সারাগর এলাকায় বেশ ভাল মতই চাঞ্চল্য ছড়িয়েছে বলে সূত্রের খবরে জানা গিয়েছে। রান্না ঘরে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top