অ্যালায়েন্স এয়ার জানাল সুখবর- সংস্থাটি এবার কেন্দ্র সরকারের আওতায় স্বাধীন ভাবে করবে ব্যবসা ও পরিষেবা দান! সম্প্রতি অ্যালায়েন্স এয়ার সংস্থার পক্ষ থেকে দেওয়া হল সুখবর।সূত্রের খবর,সংস্থাটি এবার কেন্দ্র সরকারের আওতায় স্বাধীন ভাবে ব্যবসা ও পরিষেবা দান করবে বলে জানা গিয়েছে।এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে,২০২১ এর অক্টোবরে এয়ার ইন্ডিয়ার নিলামে বিড জিতেছিল টাটা গোষ্ঠী।
সে সময় Air India-র সহযোগী হিসেবে টাটাদের হাতে চলে আসে Alliance Air। কিন্তু চুক্তিতে Alliance Air-এর উল্লেখ না থাকায়, গত ১৪ই এপ্রিল এয়ার ইন্ডিয়ার তরফে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে Alliance Air-এর সঙ্গে সহযোগী সম্পর্ক ছিন্ন করার কথা জানানো হয়। এরপরেই শুক্রবার বড় ঘোষণা করল Alliance Air.
সূত্রের খবর, শুক্রবার থেকে টিকিট বুকিং এবং ফ্লাইটের টাইমিং সম্পর্কিত সমস্ত সিস্টেম নিজেদের ক্লাউড-ভিত্তিক PSS-এ সরিয়ে ফেলা হয়েছে। সংস্থাটি নিজেদের ওয়েবসাইট http://allianceair.in-ও লঞ্চ করেছে বলে জানানো হয়েছে।
আর ও পড়ুন বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের প্রাণের ইছামতীর পাড়ে নববর্ষ পালন
প্রসঙ্গত, ২৭শে জানুয়ারি টাটারা (Tata Group) এয়ার ইন্ডিয়ার দায়িত্ব হাতে নেওয়ার পরেও Alliance Airএয়ার ইন্ডিয়ার PSS (Passenger Service System) ব্যবহার করে আসছিল। এছাড়া, AI কোড দিয়ে টিকিট বিক্রিও হচ্ছিল। তবে, ১৫ই এপ্রিল থেকে Air IndiaAlliance Air-এর টিকিট বুকিং সংক্রান্ত বা অপারেশন সংক্রান্ত যাবতীয় কাজ থেকে ছেড়ে দেয় Air India।অন্যদিকে,Alliance Air-এর তরফে টিকিট বিক্রির কোড বদলানোর কথাও বলে জানানো হয়েছে, কোম্পানিটি 9I’ কোড সহ এয়ার টিকিট বিক্রি করবে।এয়ার ইন্ডিয়ার সাবসিডারি হওয়া সত্ত্বেও কেন্দ্রের সঙ্গে টাটাদের Air India নিয়ে চুক্তি হওয়ার সময় এটি চুক্তির অংশ ছিল না।
বিষয়টি নিয়ে Alliance Air-এর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “সংস্থার CEO বিনীত সুদ জানিয়েছেন, অ্যালায়েন্স এয়ার এখন থেকে 9i কোডে টিকিট বিক্রি করবে। কারণ এই সংস্থা এখন পুরোপুরি স্বয়ং নির্ভর হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।”এছাড়াও,সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, সংস্থার নতুন কল সেন্টার নম্বর হল 914442554255 ও 914435113511। এছাড়া, ই-মেল রয়েছে helpdesk@allianceair.in ।