উত্তরের জেলায় জেলায় দূষণের মাত্রা উদ্বেগ বাড়াচ্ছে। টানা আট দিনের সবুজ মঞ্চের সফরে জেলা জেলা থেকে উঠে এসেছে সেই উদ্বেগজনক রিপোর্ট। গত আটদিন সবুজ মঞ্চের উত্তরবঙ্গের একাধিক জেলার পর্যবেক্ষণ রিপোর্টে বায়ু দূষণ থেকে শব্দ সবেতেই মাত্রাতিরিক্ত হার সামনে উঠে এসেছে।
কোভিডের কারনে বর্তমানে বায়ো মেডিকেল সামগ্রী পুনর্নবীকরণ একটি বড় বিষয় হয়ে উঠেছে। আবর্জনা নিষ্কাশনের ক্ষেত্রে সে তালিকায় পর্য্যায়ক্রমে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও শিলিগুড়ি রয়েছে। বৃহস্পতিবার শিলিগুড়ি পরিবহন নগরের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দপ্তরে স্মারকলিপি পেশ করে পরিবেশ প্রেমী সংগঠন ন্যাফের তরফে।
এদিন সবুজ মঞ্চের রাজ্য সম্পাদক নব দত্ত বলেন নিজে শিলিগুড়ি শহরের যান চলাচলের ক্রম বর্ধমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। জন আনুপাতিক হারে শিলিগুড়ি গাড়ির সংখ্যা মেগা সিটিকে ছাপিয়ে গিয়েছে। শহরে ১৫বছরের পুরোনো নিষিদ্ধ অটো ধুমিয়ে চলছে। যা ইতিমধ্যেই রাজ্যে নিষিদ্ধ ঘোষনা হয়েছে। শব্দ দূষণ থেকে বায়ু দূষণ ডিজেল চালিত নিষিদ্ধ অটোর দাপট চলছে শহরে। ন্যাফের কর্ণধার অনিমেষ বসু বলেন শিলিগুড়িতে সেভাবে কোনো শিল্পাঞ্চল নেই। ফলে বায়ু দূষণের মূল উৎস যানবাহন ও প্রায়শই ডাম্পিং গ্রাউন্ডে সৃষ্ট মিথেন গ্যাস।
আর ও পড়ুন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দিন ধরে সহবাস করার অভিযোগ
অন্যদিকে দেশের মধ্যে অন্যতম জল দূষণের তালিকায় রয়েছে মহানন্দা নদীর জল। শব্দ দূষণের ক্ষেত্রেও ডিজে ও সাউন্ড বক্সে সাউন্ড লিমিটার যন্ত্র সংযুক্ত থাকার বিষয়টি মানছেন না অনেকেই। এদিকে যদিও শিলিগুড়ি পুরবোর্ড মহানন্দা নদীর জল দূষণ মুক্ত করতে খাটাল সরানো এবং এসটিপি বসানোর মতো একাধিক উদ্যোগ গ্রহন করেছে। ন্যাফের তরফে এদিন জানানো হয় ৩রা জুন এই সমস্ত বিষয়গুলি সামনে তুলে নিয়ে রাজ্য ব্যাপী অবস্থানের হুঁশিয়ারি দেন তারা।
উত্তরাঞ্চলে শিলিগুড়িতে এই অবস্থান ধর্ণা কর্মসূচি করবে এক ছাতার তলায় বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনগুলি। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উত্তরবঙ্গ আঞ্চলিক অধিকর্তা বি গোস্বামী জানান মহানন্দা নিয়ে কাজ চলছে। বর্তমানে একাধিক সদার্থক ভুমিকা নেওয়া হয়েছে। সমস্ত বিষয়গুলিতেই পদক্ষেপ যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।