তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে খড়গপুরে সমাবেশ। গত 14 ই এপ্রিল খড়গপুরে রেশমি মেটালিক্স এক এর ভেতর কর্মরত এক শ্রমিককে হাইড্রা এসে ধাক্কা মারে এবং তাতে ওই শ্রমিকটি মারা যান। মৃত শ্রমিকের নাম সুদীপ জানা,তার বাড়ি গড়বেতা।
তারই প্রতিবাদে রেশমি মেটালিক্স এক এর সামনে বুধবার আন্দোলনে নামেন রেশমি মেটালিক্স শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি অনুপ ঘোষ, সমিত গিরি, বড়কোলা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অরিজিৎ পাত্র,শ্রমিক নেতা মনু সিং সহ এক হাজারের ও বেশি শ্রমিক।এবং তার আত্মার শান্তি কামনার জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।
রেশমি মেটালিক্স শ্রমিক ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত শ্রমিক নেতা অনুপ ঘোষ বলেন এটা খুবই দুঃখজনক ও মর্মান্তিক ঘঠনা,এরূপ ঘটনা আশা করা যায়না। আমরা মৃত শ্রমিকের পরিবারের প্রতি সমবেদনা জানাই,,এবং ঐ শ্রমিকের বিদেহী আত্মার শান্তি কামনা করি,,।
আর ও পড়ুন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দিন ধরে সহবাস করার অভিযোগ
তিনি এও বলেন আমরা রেশমি মেটালিক্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাঁর সৎকার্যের জন্য 25 হাজার টাকার বদলে 50 হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি, এখন আমরা আন্দোলনে নেমেছি তার কারণ তাঁর পরিবার যাতে সমস্ত রকম ডেথ বেনিফিট গুলি ঠিকঠাক ভাবে পায়।
বড়কোলা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অরিজিৎ পাত্র বলেন আমাদের অঞ্চলের মধ্যেই এবং আমার বাড়ির সামনা সামনি এই রেশমি কোম্পানি। আমরা প্রায়ই এই দুর্ঘটনার খবর রেশমি কোম্পানি থেকে শুনতে পাই ,কিন্তু আর আমরা শুনতে নারাজ, আমরা বুধবার কোম্পানির গেট খোলা রেখেই সমস্ত কার্যকলাপ চালু রেখে আন্দোলন করছি।
কিন্তু ভবিষ্যতে এরূপ মৃত্যু তো দূরের কথা আমরা শ্রমিকদের একটু আঙ্গুল কেটে যাওয়াও মানতে নারাজ । এবং কোম্পানিকে জানিয়ে দিতে চাই পরবর্তীকালে আমরা এরূপ ভয়াবহ দুর্ঘটনা বরদাস্ত করবোনা ।তাই রেশমি কর্তপক্ষ যাতে শ্রমিকদের সেফটির দিকটা একটু ভালো ভাবে দেখেন সেই অনুরোধ করজোড়ে রাখবো। শ্রমিক সংগঠনের