পোষণ অভিযান” কর্মসূচীতে অংশ নিয়ে মমতাকে বিঁধলেন দেবশ্রী চৌধুরী। বর্তমানে সারা দেশে চলছে পুষ্টি অভিযান। ভারতে অপুষ্টি দূরীকরণের জন্য সরকারের অন্যতম হাতিয়ার এটি। পরিসংখ্যান অনুযায়ী,ভারতের নানা এলাকাতেই অপুষ্টির হার মাত্রাতিরিক্ত। আর সেই অপুষ্টিকেই মোকাবিলা করার জন্য ভারত সরকার কর্তৃক ২০১৮ সালে চালু হয় পোষণ অভিযান, যা জাতীয় পুষ্টি মিশন (এন এনে এম বা ন্যাশনাল নিউট্রিশন মিশন) নামেও পরিচিত।
বৃহস্পতিবার সারা দেশ জুড়ে চলা এই পুষ্টি অভিযানে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে উত্তর দিনাজপুর জেলার বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে একটি অঙ্গনওয়াড়ি সেন্টারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মহিলা কর্মীদের সম্মানিত করেন এবং শিশুদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেন।
সূত্রের খবর,তিনি ছাড়াও,এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার, জেলা বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী সংঘমিত্রা রায়চৌধুরী, জেলা পরিষদের সদস্য কমল সরকার সহ কালিয়াগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কমিশনার বর্ণালী দাস সহ আরো অনেকে। এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেখা যায় মায়েদের এবং শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এছাড়াও, জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার, জেলা বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী সংঘমিত্রা রায়চৌধুরী, জেলা পরিষদের সদস্য কমল সরকার সহ কালিয়াগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কমিশনার বর্ণালী দাস সহ আরো অনেকে এদিন উপস্থিত ছিলেন।
এদিকে এদিন সংবাদমাধ্যমের এক সাক্ষাত্কারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী জানান, “আজ সারাদেশের সঙ্গে সঙ্গে উত্তরদিনাজপুর জেলাতেও পুষ্টিকর অভিযান শুরু হয়েছে। যেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে পোষণ অভিযান চলছে। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তরফ থেকে যে ফ্ল্যাগশিপ প্রজেক্ট রয়েছে পোষণ অভিযান তাতে শুধুমাত্র সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার এই অভিযানের সামিল হয়নি।”
তিনি আরো বলেন,” সারাদেশের সমস্ত সরকার এই পোষণ অভিযান এ অংশগ্রহণ করেছে।” ভারতবর্ষে অপুষ্টির হাত থেকে মা এবং শিশুদের কি করে বাঁচানো যায় প্রসঙ্গে তিনি বলেন,” এই অভিযান শুরু হয়েছে২০১৮ সাল থেকে। তখন থেকেই এই অভিযান চলছে। এই অভিযানের মাধ্যমে সিভিআর মেল নিউট্রিশন যে বাচ্চাগুলোর আছে অপুষ্টি সেই সমস্ত বাচ্চাগুলো দের ধীরে ধীরে সুস্থ করে তোলা হচ্ছে। জেলায় মোট ২২ জন বাচ্চা অপুষ্টিজনিত রোগে ভুগছিল কিন্তু ভারত সরকারের এই অভিযানের মধ্য দিয়ে তাদের সুস্থ করে তোলা হচ্ছে।
আর ও পড়ুন ভুয়ো নীল বাতি গাড়ি আটক করল পুলিশ, গ্রেফতার চালক
এখন মাত্র ৫ জন বাচ্চা অপুষ্টিজনিত রোগ এ রয়েছে।” তিনি আরো বলেন,” ভারত সরকার শুধুমাত্র সরকারি সীমাবদ্ধ নয় সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করে বিভিন্ন সামাজিক কাজকর্ম গুলো প্রতিনিয়ত করে যাচ্ছে, মানুষের স্বার্থে মানুষের পাশে থেকে। তাই সরকারের এই লক্ষ্যকে সার্বিক সাফল্য করার লক্ষ্য নিয়ে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় এই ধরনের সামাজিক কাজগুলো করে চলছে।আজ কালিয়াগঞ্জ এর একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে সেই কেন্দ্রের মহিলা কর্মীদের এবং শিশুদের পৌষ্টিক আহার যেমন তুলে দেওয়া হল হাতে তেমনি এর পাশাপাশি সচেতন তাদেরকে করা হয়েছে। যাতে ভারতবর্ষে কোন শিশু অপুষ্টিজনিত রোগ এ না ভোগে এটাই ভারত সরকারের লক্ষ্য।”