কুলতলি থানা এলাকায় অস্ত্র কারখানার হদিস, হাতেনাতে গ্রেফতার অস্ত্র কারখানার মালিক। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পায় কুলতলির অন্ধারিয়া পূর্বপাড়ায় এক ব্যাক্তির বাড়িতে অস্ত্র তৈরি করা হচ্ছে।সাথে সাথে বারুইপুর পুলিশের এস ও জি টিম এবং কুলতলি থানার পুলিশ যৌথভাবে কুন্দখালি- গোদাবড় গ্রাম পঞ্চায়েতের কেল্লা বাজারের কাছে আন্ধারিয়া পূর্বপাড়ার বাসিন্দা মহিউদ্দীন সর্দার-এর বাড়ি ঘিরে ফেলে।সেই সময় বাড়ির মধ্যে আগ্নেয়াস্ত্র তৈরী করছিল মহিউদ্দিন সরদার।
আগ্নেয়াস্ত্র তৈরী করার সময়েই হাতেনাতে ধরা পড়ে মহিউদ্দীন।
তল্লাশি চালিয়ে আটটা দেশী নতুন তৈরী পিস্তল, এবং তিনটি পুরনো বন্দুক পাওয়া গেছে। এর সাথে উদ্ধার হয়েছে অস্ত্র তৈরী করার যন্ত্রাংশ, লোহা কাটার মেশিন, ড্রিল মেশিন, পালিশ করার মেশিন, স্ক্রু ড্রাইভার, হাতুরি ইত্যাদি।
জানা গেছে যে এই ব্যক্তি আগে পোল্ট্রি ফার্ম চালাত বাড়িতেই। ছমাস আগে থেকে এই কারখানা সে গোপনে চালু করে।
কোথা থেকে এই অস্ত্র তৈরী করা শিখলো মহিউদ্দিন এবং এর তৈরি অস্ত্র সে কোথায় বিক্রি করতো তা জানার চেষ্টা করছে পুলিশ।
আর ও পড়ুন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে গান বেঁধেছে মালদার গম্ভীরা দল
উল্লেখ্য, বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পায় কুলতলির অন্ধারিয়া পূর্বপাড়ায় এক ব্যাক্তির বাড়িতে অস্ত্র তৈরি করা হচ্ছে।সাথে সাথে বারুইপুর পুলিশের এস ও জি টিম এবং কুলতলি থানার পুলিশ যৌথভাবে কুন্দখালি- গোদাবড় গ্রাম পঞ্চায়েতের কেল্লা বাজারের কাছে আন্ধারিয়া পূর্বপাড়ার বাসিন্দা মহিউদ্দীন সর্দার-এর বাড়ি ঘিরে ফেলে।সেই সময় বাড়ির মধ্যে আগ্নেয়াস্ত্র তৈরী করছিল মহিউদ্দিন সরদার।
আগ্নেয়াস্ত্র তৈরী করার সময়েই হাতেনাতে ধরা পড়ে মহিউদ্দীন।
তল্লাশি চালিয়ে আটটা দেশী নতুন তৈরী পিস্তল, এবং তিনটি পুরনো বন্দুক পাওয়া গেছে। এর সাথে উদ্ধার হয়েছে অস্ত্র তৈরী করার যন্ত্রাংশ, লোহা কাটার মেশিন, ড্রিল মেশিন, পালিশ করার মেশিন, স্ক্রু ড্রাইভার, হাতুরি ইত্যাদি।
জানা গেছে যে এই ব্যক্তি আগে পোল্ট্রি ফার্ম চালাত বাড়িতেই। ছমাস আগে থেকে এই কারখানা সে গোপনে চালু করে।
কোথা থেকে এই অস্ত্র তৈরী করা শিখলো মহিউদ্দিন এবং এর তৈরি অস্ত্র সে কোথায় বিক্রি করতো তা জানার চেষ্টা করছে পুলিশ।