রবিবারই সময়সীমা শেষ! রাজ্যের সিদ্ধান্তে কি সায় দিয়ে বাবুঘাট থেকে কি সরে যাবে বাস স্ট্যান্ড? গত ১১ এপ্রিল রাজ্যের পরিবহণ দফতর বাবুঘাট থেকে বাস স্ট্যান্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। কলকাতার আঞ্চলিক পরিবহণ দফতরের সচিব বিভিন্ন বাস-মিনিবাস মালিকদের সংগঠনগুলিকে চিঠি দিয়ে বলে ১৪ দিনের মধ্যে বাবুঘাট থেকে বাস স্ট্যান্ড সরিয়ে হাওড়ার সাঁতরাগাছিতে নিয়ে যেতে হবে। এই নির্দেশিকা অনুযায়ী এই সময়সীমা শেষ হচ্ছে সোমবার।
অর্থাৎ রবিবারের মধ্যেই বাবুঘাট থেকে বাস স্ট্যান্ড সরিয়ে নিয়ে যেতে হবে। উল্লেখ্য, শহরে যানজট কমাতে রাজ্য পরিবহণ দফতর এই উদ্যোগ নিয়েছে। কলকাতা বাবুঘাটের আন্তঃরাজ্য বাস স্ট্যান্ডকে সরিয়ে নিয়ে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি বাস টার্মিনাসে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। রাজ্যের দাবি, আদালতের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই নির্দেশ মানতে নারাজ বাস মালিকেরা। তাদের কথায়, বাবুঘাট থেকে সাঁতরাগাছি পর্যন্ত অতিরিক্ত ১২ কিমি বাস চললে খরচ বাড়বে।
আর ও পড়ুন কিছুক্ষণের কালবৈশাখীতে লন্ডভন্ড নদীয়ার এই এলাকা
এদিকে বাড়ছে জ্বালানির দামও। সাঁতরাগাছিতে বাস সরাতে গেলে বদলাতে হবে রুট পারমিটও। বাসকর্মীদের সাফ কথা বাসস্ট্যান্ড সরালে বাস চলবে না। তাদের আরো দাবি, বাস স্ট্যান্ড সরানো হলে অসংখ্যা মুটে মজুর থেকে যাত্রীরা সমস্যায় পড়বেন। সূত্রে খবর, বাবুঘাট বাস টার্মিনাস থেকে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ বাস চলাচল করে। বাবু ঘাট টার্মিনাসের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার মানুষ রুটি রুজির জন্য নির্ভরশীল। এখন দেখার সত্যিই বাস স্ট্যান্ড সাঁতরাগাছিতে স্থানান্তরিত হয় কি না।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল রাজ্যের পরিবহণ দফতর বাবুঘাট থেকে বাস স্ট্যান্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। কলকাতার আঞ্চলিক পরিবহণ দফতরের সচিব বিভিন্ন বাস-মিনিবাস মালিকদের সংগঠনগুলিকে চিঠি দিয়ে বলে ১৪ দিনের মধ্যে বাবুঘাট থেকে বাস স্ট্যান্ড সরিয়ে হাওড়ার সাঁতরাগাছিতে নিয়ে যেতে হবে। এই নির্দেশিকা অনুযায়ী এই সময়সীমা শেষ হচ্ছে সোমবার।



















