হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্স থেকে সাড়ে সতেরো লাখ টাকা সহ এক ব্যক্তিকে আটক করলো RPF। এবার হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সে ১৭ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করলেন কর্তব্যরত আরপিএফ কর্মীরা। এই ঘটনার সাথে যুক্ত থাকা ব্যাক্তিকে আটক করেছে রেল পুলিশ। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে রেল স্টেশন চত্বর জুড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবি সকাল সাতটা নাগাদ হাওড়া রেলওয়ে স্টেশনের নতুন কমপ্লেক্সের প্ল্যাটফর্ম নম্বর ১৭ থেকে এক ব্যক্তি ভারী ব্যাগ বহন করলে তাকে দেখে সন্দেহ হয় রেল পুলিশদের। এরপর তাকে জিজ্ঞাসা করা হলে তার উত্তরে অসংজ্ঞতি লক্ষ্য করা যায়। এরপর তাকে CPDS অফিস HWH.এ নিয়ে আসা হয় যেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যাগ চেক করতেই বেরিয়ে আসে ১৭ লক্ষ পঞ্চাশ হাজার টাকা। ধৃতের নাম উপেন্দ্র কুমার গুপ্ত (৩৭)। পেশায় ব্যবসায়ী। বিহারের বাসিন্দা। জিজ্ঞাসাবাদের সময় তিনি কোন সমর্থনকারী নথি উপস্থাপন করতে ব্যর্থ হন বা তরল নগদ বহন সম্পর্কে সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তখন তাকে আটক করা হয়।
আরও জিজ্ঞাসাবাদে সে জানায় যে সে বিহারের কোচাস, রোহাতাস, মন্টু ও ভাইদের রিডিমড গার্মেন্টস দোকানের দোকানদার হিসাবে কাজ করে। তার বাবা শ্রী রামসকল গুপ্ত ওই দোকানের মালিক। বাবার নির্দেশে তিনি কলকাতায় এসে মাইটি মার্কেট থেকে রেডিমেড গার্মেন্টস পার্চ করেন।
এরপর আয়কর কর্মকর্তাকে জানানো হয়। আয়কর কর্মকর্তার আগমনের পর আয়কর ডিরেক্টর আর ভৌমিকের তত্ত্বাবধানে। সমস্ত তরল নগদ সহ আটক ব্যক্তিকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আয়কর কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আর ও পড়ুন কিছুক্ষণের কালবৈশাখীতে লন্ডভন্ড নদীয়ার এই এলাকা
উল্লেখ্য, এবার হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সে ১৭ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করলেন কর্তব্যরত আরপিএফ কর্মীরা। এই ঘটনার সাথে যুক্ত থাকা ব্যাক্তিকে আটক করেছে রেল পুলিশ। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে রেল স্টেশন চত্বর জুড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, রবি সকাল সাতটা নাগাদ হাওড়া রেলওয়ে স্টেশনের নতুন কমপ্লেক্সের প্ল্যাটফর্ম নম্বর ১৭ থেকে এক ব্যক্তি ভারী ব্যাগ বহন করলে তাকে দেখে সন্দেহ হয় রেল পুলিশদের। এরপর তাকে জিজ্ঞাসা করা হলে তার উত্তরে অসংজ্ঞতি লক্ষ্য করা যায়।



















