অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকতে চলেছে তারাতলা উড়ালপুল

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকতে চলেছে তারাতলা উড়ালপুল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল তারাতলা উড়ালপুল। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকতে চলেছে দক্ষিণ কলকাতা এবং বেহালার অন্যতম সংযোগকারী উড়ালপুল তারাতলা উড়ালপুল।কারণ, ২০১৯ সালে শেষবার সংস্কার করা হয় এই সেতু।প্রসঙ্গত, মাঝেরহাট উড়ালপুল ভেঙে পড়ার পর থেকেই শহরের সমস্ত সেতুর স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে সরকারী তরফে।আর সেই সূত্রেই বিগত কয়েকদিন ধরেই তারাতলা উড়ালপুলের দক্ষিণমুখী লেনে বড় গর্তের সন্ধান মেলা।

 

সেই গর্তই বিরাট ফাটলের আকার নিয়েছে। গাড়িগুলি ওই অংশ বাঁচিয়ে যাতায়াত করছিল এতদিন।কিন্তু তাতেও বিপদের আশঙ্কা। তাই এবার তারাতলা উড়ালপুল বন্ধ রেখে সংস্কারের কাজ শুরু করছে পিডব্লুউডি বলে জানা গিয়েছে।চলবে রাস্তা মেরামতির কাজ।কিন্তু অত্যন্ত ব্যস্ততম এ উড়ালপুল বন্ধ থাকায় যানজটের আশঙ্কা বেড়ে চলেছে।জানা গিয়েছে, গাড়িগুলি ঘুরপথে গন্তব্যে পৌঁছবে।যদিও নিত্যযাত্রীরা বলছেন, “এই রাস্তায় এমনই যানজট হয়।”

 

এদিকে,পিডব্লুউডির (PWD) বিজ্ঞপ্তি জারি করেছে যে, “শনিবার বিকেল পাঁচটা থেকে বন্ধ থাকবে তারাতলা উড়ালপুলের উত্তরমুখী রাস্তা। বন্ধ থাকবে সোমবার সকাল ৬টা পর্যন্ত। উত্তরমুখী গাড়িগুলিকে ডায়মন্ড হারবার রোড-তারাতলা ক্রসিং ঘুরে গন্তব্যে পৌঁছতে হবে।”অন্যদিকে, সংস্কারের জন্য অনির্দিষ্টকালের জন্য তারাতলা উড়ালপুল দক্ষিণমুখী লেনও বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে।

আর ও পড়ুন  কিছুক্ষণের কালবৈশাখীতে লন্ডভন্ড নদীয়ার এই এলাকা

শনিবার রাত ১২টা থেকে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।এছাড়া, সংস্কারের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটের গাড়িগুলিতে উড়ালপুলের নিচ দিয়ে তারাতলা ক্রসিং ঘুরে গন্তব্যে পৌঁছবে।এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে,তারাতলা উড়ালপুল প্রায় ৩২৫ মিটার লম্বা।

 

উল্লেখ্য, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল তারাতলা উড়ালপুল। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকতে চলেছে দক্ষিণ কলকাতা এবং বেহালার অন্যতম সংযোগকারী উড়ালপুল তারাতলা উড়ালপুল।কারণ, ২০১৯ সালে শেষবার সংস্কার করা হয় এই সেতু।প্রসঙ্গত, মাঝেরহাট উড়ালপুল ভেঙে পড়ার পর থেকেই শহরের সমস্ত সেতুর স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে সরকারী তরফে।আর সেই সূত্রেই বিগত কয়েকদিন ধরেই তারাতলা উড়ালপুলের দক্ষিণমুখী লেনে বড় গর্তের সন্ধান মেলা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top